অথবা, সামাজিক গবেষণার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
ভূমিকাঃ সামাজিক বিজ্ঞানসমূহের তত্ত্ব গঠনের উদ্দেশ্যে যেসব গবেষণা কাজ পরিচালিত হয় সেগুলােকেই সাধারণ কথায় সামাজিক গবেষণা বলা যেতে পারে। সামাজিক গবেষণা প্রত্যক্ষ বা পরােক্ষভাবে সমাজ তথা সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ বাহন হিসাবে কাজ করে চলেছে। সমাজ সম্পর্কিত বিষয়গুলােকে সামাজিক বিজ্ঞান বা বিজ্ঞানের মর্যাদা প্রদানের ক্ষেত্রে গবেষণার কোনাে বিকল্প নেই।
সামাজিক গবেষণার উদ্দেশ্যসমূহঃ নিম্নে সামাজিক গবেষণার উদ্দেশ্যসমূহ তুলে ধরা হলাে-
(১) সামাজিক সমস্যা সমাধানঃ আধুনিক সমাজ নানা ধরনের সমস্যায় আবৃত। যেমনঃ জনসংখ্যা সমস্যা, খাদ্য ঘাটতি, বেকারত্ব, দুর্নীতি, সন্ত্রাস, নারী নির্যাতন ইত্যাদি। এসব সামাজিক সমস্যার সমাধান সাধনই সামাজিক গবেষণার মুখ্য উদ্দেশ্য।
(২) অনুসন্ধান পদ্ধতির উন্নয়নঃ সামাজিক গবেষণার আর একটি প্রধান উদ্দেশ্য হলাে অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন। সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন সামাজিক ঘটনাবলি সম্পর্কে গবেষণা করার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করেন সেসব পদ্ধতির সবগুলােই সব ধরনের সমস্যার জন্য উপযুক্ত নয়। প্রত্যেকটি পদ্ধতির সুবিধা-অসুবিধা রয়েছে।
(৩) সত্য উদঘাটন করাঃ সামাজিক গবেষণা বর্তমান এবং অতীত সমাজব্যবস্থা সম্পর্কে পর্যালােচনা করে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা সম্পর্কে পূর্ব ধারণা প্রদান করে। সামাজিক গবেষণার উদ্দেশ্য হলাে সত্য উদঘাটন। তাই এ ধরনের গবেষণা সঠিক তত্ত্ব গঠন করে এবং ভ্রান্ত তত্ত্ব পরিহার করতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
(8) কার্যকারণ সম্পর্ক আবিস্কার করাঃ সামাজিক গবেষণার একটি উদ্দেশ্য হলাে বিভিন্ন ঘটনার মধ্যে যােগসূত্র প্রতিষ্ঠা করা এবং কার্যকারণ সম্পর্ক আবিস্কার করা। সামাজিক গবেষকগণ আবিষ্কা করেন কোনাে ধরনের সামাজিক অবস্থা কোনাে ধরনের সামাজিক আচরণ সৃষ্টি করে।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, প্রাকৃতিক বিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের প্রকৃতি আলােচনায় বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। তবে এখানে একটি কথা মনে রাখা দরকার যে, সামাজিক গবেষণার প্রকৃতি গবেষণার শর্ত এবং সাবধানতা হিসেবে কাজ করে। সামাজিক গবেষণার স্বরূপের ওপর ভিত্তি করে দিন দিন সামাজিক উদ্দেশ্যের ক্ষেত্র বিস্তৃতি লাভ করেছে।
Leave a comment