প্রশ্নঃ সামাজিক ইতিহাসের আলােচ্য বিষয় তুলে ধর।

অথবা, সামাজিক ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা কর।

ভূমিকাঃ ইতিহাস সমাজ জীবনের দর্পণ। ইতিহাসের মধ্য দিয়ে মানুষের অতীত জীবনের প্রতিচ্ছবি বর্তমানে মূর্ত হয়ে ওঠে। মানব সমাজের উষালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান, আর্থ-সামাজিক সংগঠন প্ৰভতির মূর্ত প্রতিচ্ছবি সামাজিক ইতিহাসে ফুটে ওঠে। পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবােধের ধারাকে কেন্দ্র করেই সামাজিক ইতিহাস গড়ে ওঠে।

সামাজিক ইতিহাসের বিষয়বস্তুঃ নিম্নে সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলােচনা করা হলাে-

(১) বিভিন্ন সমাজের বিশ্লেষণঃ বিভিন্ন সমাজের বিশ্লেষণই সামাজিক ইতিহাসের বিষয়বস্তু। সামাজিক ইতিহাসের মাধ্যমে খাদ্য সংগ্রহকারী সমাজ, খাদ্য উৎপাদক সমাজ, পশুপালন সমাজ, উদ্যান কৃষি সমাজ প্রভৃতি। প্রাগৈতিহাসিক সমাজ ও সংস্কৃতি নিয়ে আলােচনা করে।

(২) সামাজিক পরিবর্তন সম্পর্কে আলােচনাঃ নানা পরিবর্তনের মধ্যে দিয়ে মানব সমাজ কীভাবে উন্নতির চরম শিখরে আরােহন করলাে, কীভাবেই বা সামাজিক রীতিনীতির ধারা বিবর্তিত হলাে সে সম্পর্কে জানা যায়। তাই এগুলাে সামাজিক ইতিহাসের বিষয়বস্তু।

(৩) সামাজিক কাঠামাের বর্ণনাঃ মানব সমাজ একটি কাঠামাে বা অবয়বের মধ্যে দিয়ে এগিয়ে চলে। অতীত সমাজ ব্যবস্থার মধ্যে সমাজের কাঠামাের স্বরূপ কিভাবে প্রকাশ পায় বা তার উৎসই কেমন সে সম্পর্কে সামাজিক ইতিহাসে একটা চিত্র ফুটে ওঠে।

(৪) আদিম মানুষের জীবনধারাঃ সামাজিক ইতিহাসের মাধ্যমে গুহাবাসী মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শ্বাপদসংকুল জীবনের সাথে, প্রকৃতির হাতের অনেকটা ক্রীড়নক হয়ে মানুষ কীভাবে নিজেকে রক্ষা করেছিল তা সামাজিক ইতিহাসের মাধ্যমে জানতে পারি।

(৫) পরিবর্তনশীল জীবন ধারাঃ মানব সমাজ নিয়ত পরিবর্তনশীল। আর এর ইতিহাস অতি প্রাচীন। এখানে বহু সম্প্রদায়, জ্যতি এবং গােষ্ঠি কালাতিপাত করে গেছে। সামাজিক ইতিহাসের মাধ্যমে সেসব জীবন চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয়।

পরিশেষঃ আলােচনার পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, সামাজিক ইতিহাস হলাে সমাজের চিত্র প্রকাশের দর্পণ। যেখানে ইতিহাসের ধারার আলােকে মানুষের গুহাভিত্তিক জীবনের স্মৃতি রেখে আধুনিক জীবনযাত্রার একট সরল চিত্র তুলে ধরে। মূলত মানব সমাজই সামাজিক ইতিহাসের আলােচ্য বিষয়।