যেমনঃ লেড অক্সাইড (PbO) স্বাভাবিক অক্সাইড। যেখানে একটি লেড পরমাণু সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে।
কিন্তু লেড সাব অক্সাইডে (Pb₂O) একটি অক্সিজেন পরমাণু সঙ্গে দুইটি লেড পরমাণু যুক্ত থাকে।
যেমনঃ Fe₃O₄ একটি মিশ্র অক্সাইড। কারণ এই অক্সাইডে +2 জারণ সংখ্যার FeO এবং +3 জারণ সংখ্যার Fe₂O₃ অক্সাইড দুটি মিশ্রিত থাকে। আবার Pb₂O₃একটি মিশ্র অক্সাইড। কারণ Pb₂O₃অক্সাইডে +2 জারণ সংখ্যা PbO এবং +4 জারণ সংখ্যার PbO₂ অক্সাইড দুটি মিশ্রিত থাকে।
Leave a comment