প্রশ্নঃ সাক্ষ্য আইনে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝ? ঘটনার প্রাসঙ্গিকতার ক্ষেত্রে সাক্ষ্য আইনের কি কি নীতি আছে? আলোচনা কর।
What do you mean by relevant in the law of evidence? What are the principles in the law of evidence which govern the relevance of facts? Discuss.
প্রাসঙ্গিকতাঃ সাক্ষ্য আইনে প্রাসঙ্গিকতা খুবই তাৎপর্যপূর্ণ। যে সকল ঘটনা বা বিষয় প্রাসঙ্গিক নয় সেগুলোর উপর কোন সাক্ষ্য দেয়া যায় না। সাক্ষ্য আইনের ৩ ধারা অনুযায়ী ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানসমূহে উল্লিখিত বিভিন্ন উপায়ের মধ্যে যে কোন উপায়ে একটি ঘটনা অন্য একটি ঘটনার সাথে সংশ্লিষ্ট হলে এক ঘটনাকে অন্য ঘটনার প্রাসঙ্গিক বলা হয়। সহজভাবে বলতে গেলে প্রাসঙ্গিক ঘটনা হচ্ছে মূল ঘটনা বা বিবেচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত এমন সকল ঘটনা যা সাক্ষ্য দ্বারা প্রতিষ্ঠিত হলে মূল ঘটনা বা বিবেচ্য বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা প্রতিষ্ঠিত হয়। সাক্ষ্য আইনের ৬ হতে ৫৫ ধারায় প্রাসঙ্গিক ঘটনার বিবরণ দেয়া আছে। এ ছাড়াও ১৩৬ ধারায় বলা হয়েছে যে, কোন পক্ষ একটি বিষয়ে সাক্ষ্য দিতে উদ্যোগ নিলে তা কিভাবে প্রাসঙ্গিক হবে আদালত পূর্বাহ্নেই তা যাচাই করে নিতে পারেন।
সাক্ষ্য আইনে বর্ণিত প্রাসঙ্গিকতার বিবরণগুলো নিম্নোক্ত পাঁচ শ্রেণীতে বিভক্ত করা যায়ঃ (১) ঘটনার প্রাসঙ্গিকতা (ধারা ৬-১৬), (২) স্বীকৃতির প্রাসঙ্গিকতা (ধারা ১৭-৩৯), (৩) সিদ্ধান্তের প্রাসঙ্গিকতা (ধারা ৪০- ৪৪) (৪) মতামতের প্রাসঙ্গিকতা (ধারা ৪৫-৫১) ও (৫) চরিত্রের প্রাসঙ্গিকতা (ধারা ৫২-৫৫)।
ঘটনার প্রাসঙ্গিকতাঃ যে সকল ঘটনা বিবেচ্য বিষয়ের সাথে এমনভাবে জড়িত যেনো তা একই কার্যের অংশ তবে তা প্রাসঙ্গিক ( ৬ ধারা)। সে সকল ঘটনা বিচাৰ্য বিষয়ের উপলক্ষ, কারণ বা পরিণাম সেগুলো প্রাসঙ্গিক (৭ ধারা)। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংঘটনে অভিপ্রায় বা উদ্যোগ যে ঘটনার দ্বারা সৃষ্টি হয় তা প্রাসঙ্গিক (৮ ধারা)। কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য আবশ্যকীয় ঘটনাও প্রাসঙ্গিক (৯ ধারা)। অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা ও কাজ প্রাসঙ্গিক (১০ ধারা)। যেগুলো কোন বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ, কিন্তু কোন ঘটনার সহিত যুক্ত হয়ে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিক সম্ভব বা অসম্ভব করে তোলে তবে তা প্রাসঙ্গিক (১১ ধারা)। ক্ষতিপূরণের মামলায় যেগুলো ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়ক সেগুলো প্রাসঙ্গিক (১২ ধারা)। বিচার্য বিষয় কোন অধিকার বা প্রথা হলে যে কারবার দ্বারা তা সৃষ্টি হয়েছে সেটা প্রাসঙ্গিক (১৩ ধারা)। যে সকল বিষয় মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে তা প্রাসঙ্গিক (১৪ ধারা)। কোন কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত এই প্রশ্নে যে সকল ঘটনার প্রভাব থাকে (১৫ ধারা)। ব্যবসার ক্ষেত্রে কোন রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক (১৬ ধারা)।
Leave a comment