প্রশ্নঃ সাংবিধানিক আইন (Constitutional Law) কাকে বলে?
সাংবিধানিক আইন (Constitutional Law): সংবিধান এবং সাংবিধানিক আইনের সম্পর্ক বৃক্ষের মূল এবং তার শাখা-প্রশাখার তুল্য। সংবিধান হলো বৃক্ষের মূল এবং সাংবিধানিক আইন উক্ত বৃক্ষের শাখা-প্রশাখা। এজন্য আমরা বলতে পারি যে, কোন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শাসনতন্ত্র সম্পর্কিত আইনকে সাংবিধানিক আইন বলে। অর্থাৎ সংবিধান হতে উৎকলিত ও সে সম্পর্কিত বিধি-বিধানসমূহকে সাংবিধানিক আইন বলে। এটি যে কোন রাষ্ট্রের একটি মুখ্য দলিল, যার প্রেক্ষিতে রাষ্ট্রপরিচালনার ও সরকারের বিভিন্ন বিভাগ ও সাধারণ মন্ত্রণালয়ের ক্ষেত্রে ক্ষমতা বন্টন সরকারের বিভিন্ন বিভাগ ও সাধারণ নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দায়িত্ব ও কর্তব্য নিরূপণ করে এবং তা যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
সাংবিধানিক আইনের সংজ্ঞাদানে পণ্ডিতগণ স্ব স্ব অভিমত ব্যক্ত করেছেন। নিম্নে কতিপয় পণ্ডিত ব্যক্তির অভিমত দেয়া হলোঃ
১। ওয়েড এন্ড ফিলিপস-এর মতে, “সাংবিধানিক আইন এমন কতিপয় নিয়মকানুন যা সরকারের প্রধান অঙ্গসমূহের গঠন প্রণালী নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে।”
২। লর্ড ব্রাইসের মতে, “সাংবিধানিক আইন হলো এমন কতিপয় আইন কানুন ও প্রথাসমুহের সমাহার, যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নির্বাহ অথবা এমন কতিপয় আইনের সমন্বয়সাধন ঘটে, যার প্রেক্ষিতে বিভিন্ন সম্প্রদায় সংগঠিত হয় এবং যার ফলে শাসন ও একত্রীকরণের নীতিমালা এবং বিভিন্ন নিয়ম কানুনগুলো সংযোজিত করেছে।”
৩। প্রফেসর কে সি হুইয়র-এর মতে, “সাংবিধানিক আইন হচ্ছে সেই সব নিয়ম কানুনের সমাহার, যা কি উদ্দেশ্যে এবং কোন বিভাগের মাধ্যমে সরকারের ক্ষমতা পরিচালিত হবে তা নিয়ন্ত্রণ করে।
৪ । অধ্যাপক ডাইসি বলেন, “সাংবিধানিক আইন হলো সেই সব বিধি-বিধান যা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ক্ষমতা বন্টন বা তা প্রয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে।”
উপরোক্ত সংজ্ঞাসমূহ দৃষ্টে সাংবিধানিক আইন বলতে সাধারণত, কতগুলো আবশ্যকীয় মৌলিক আইন কানুন, কতগুলো বিধি-নিষেধ ও প্রথা বুঝায়, যাকে অনুসরণ করে রাষ্ট্র কর্তৃক শাসনকার্য নির্বাহ হয়।
Leave a comment