প্রশ্নঃ সমাজে নারীরা কিভাবে অধিকার বঞ্চিত হচ্ছে লিখ। 

অথবাঃ কোন কোন ক্ষেত্রে নারীরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে লিখ৷

ভূমিকাঃ প্রাচীন কাল থেকেই নারীরা বৈষম্যমূলক আচরণের স্বীকার হচ্ছে। পুরুষ শাসিত এ সমাজে নারীরা পদে পদে শোষিত হচ্ছে। জাতিসংঘের সনদে নারী অধিকার রক্ষাকে অন্যতম মানবাধিকার হিসাবে স্বীকৃতি দিলেও এটি বাস্তবায়নে বিশেষ পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

সমাজে নারীরা যেভাবে অধিকার বঞ্চিত হচ্ছেঃ যে সকল ক্ষেত্রে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীরা প্রতিক্ষেত্রে তাদের অধিকার হারাচ্ছে। পুরুষ শাসিত এ সমাজে প্রতিনিয়ত নারীদেরকে শোষণ করা হচ্ছে। যে সকল ক্ষেত্রে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা নিম্নরূপঃ 

১. পিতা মাতার স্নেহ থেকেঃ প্রত্যেক পরিবারই পুত্র সন্তান কামনা করে। আর যখন কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তখন তাদের আশা নিরাশয় পরিণত হয় এবং তাদের সে কন্যার জন্য অর্ধেক হয়ে যায়। এমন পুত্র সন্তানের তুলনায় খাবার এর ব্যাপারেও কন্যা সন্তান বঞ্চিত হয়।

২. শিক্ষা ক্ষেত্রেঃ শিক্ষা ক্ষেত্রে নারীরা বঞ্চিত হচ্ছে। পূর্বে তো নারীদের শিক্ষার প্রয়োজন আছে বলেও কেউ মনে করত না। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে তৎপরতার ফলে নারীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা গেলেও উচ্চশিক্ষায় নারীরা এখনো বঞ্চিত।

৩. সম্পত্তির অধিকারের ক্ষেত্রেঃ সম্পত্তির অধিকারের ক্ষেত্রে নারী কখনোই পুরুষের সমান সম্পত্তির মালিক হয় না। ধর্মীয় আইনেও এক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। পিতা সম্পত্তি থেকে পুত্র যা পায় কন্যা পায় তার অর্ধেক এটিই ইসলামের বিধান।

৪. অর্থনৈতিক ক্ষেত্রেঃ অর্থনৈতিক ক্ষেত্রেও নারীরা বঞ্চিত হচ্ছে। একে তো সমাজে নারীদের বাইরে কাজ করতে দেওয়ার অনুমতি নেই বললেই চলে, আবার নারীদের কাজেও নেওয়া হয় না। আবার একই কাজের জন্য নারীকে যে পারিশ্রমিক দেওয়া হয় পুরুষকে তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দেওয়া হয়।

৫. মতামত প্রদানের ক্ষেত্রেঃ নারীর বাকস্বাধীনতাকে আমাদের সমাজে স্বীকৃতি দেওয়া হয়নি। নারী শুধু পরিবারের একজন সদস্য হয়ে থাকে। পরিবারের কোনো ব্যাপারে মতামত প্রদান বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার নারীর নেই।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, একটি সমাজের অর্ধেক জনসমষ্টিই নারী। অর্ধেক জনগণকে অধিকার বঞ্চিত করে রেখে সমাজের উন্নতি সম্ভব নয়। নারীদেরকে বোঝা করে না রেখে তাদেরকে অধিকার দেওয়া গেলে সমাজের সামগ্রিক উন্নয়ন দ্রুত সম্ভব হবে।