সক্রিয় ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. কোন যৌগ গঠন করার সময় মৌল সমূহের ব্যবহৃত যোজনীকে সক্রিয় যোজনী বলে। 

অপরদিকে, মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর বিয়োগফলকে উক্ত যৌগে মৌলটির সুপ্ত যোজনী 

বলে।

২. সক্রিয় যোজনী শূন্য হতে পারে না।

কিন্তু, সুপ্ত যোজনী শূন্য হতে পারে।