উচ্চচাপে যেসব গ্যাসকে সংকুচিত করে সিলিন্ডার জাতকরন করে সংরক্ষণ করা হয় তাদেরকে সংকুচিত গ্যাস বলা হয়। 

সংকুচিত গ্যাসসমূহ হচ্ছে- CH₄ ; O₂; N₂ ; CO₂ ; Cl₂ ; C₂H₂ ;NH₃ ; SO₂; NO₂ ; H₂ ; LPG, CNG, LPG, He, অ্যারোসল, অগ্নিনির্বাপক গ্যাস ইত্যাদি।