শ্বেত ফসফরাস(P₄) থেকে লোহিত ফসফরাস (Pn):
250ºC তাপমাত্রায় নিষ্ক্রিয় পরিবেশে (CO₂ বা N₂ গ্যাস) আয়োডিন (I₂) প্রভাবকের উপস্থিতিতে শ্বেত ফসফরাস ; লোহিত ফসফরাসে রূপান্তরিত হয়।
P₄ —————> Pn (লোহিত ফসফরাস).
লোহিত ফসফরাস(Pn) থেকে শ্বেত ফসফরাস (P₄):
550ºC তাপমাত্রায় নিষ্ক্রিয় পরিবেশে (CO₂ বা N₂ গ্যাস ) লোহিত ফসফরাসকে উত্তপ্ত করলে, লোহিত ফসফরাসের বাষ্প উৎপন্ন হয়। এই বাষ্পকে শীতল করলে শ্বেত ফসফরাস উৎপন্ন হয়।
Pn ——-> লোহিত ফসফরাসের বাষ্প ——-> শ্বেত ফসফরাস (P₄).
Leave a comment