উত্তর: বিশ শতকের তৃতীয় দশকে সৈয়দ আবুল হোসেন, কাজী আবদুল ওদুদ ও কাজী মোতাহার হোসেন ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ নামে একটি চক্র গড়ে তোলেন। এ সমাজের মুখপত্র ছিল ‘শিখা’ নামক একটি পত্রিকা। ১৯২৭ সালে শিখা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন সৈয়দ আবুল হোসেন। এর পরবর্তী সম্পাদক ছিলেন কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ আবদুর রশীদ ও আবুল ফজল।

মুক্তবুদ্ধি ও মুক্তমনের মাহাত্ম্য ঘোষণাই ছিল এর বৈশিষ্ট্য। তাদের মনোভাব ছিল মুসলমানদের দৃষ্টিকে অতীতমুখী থেকে ফিরিয়ে এনে ভবিষ্যৎমুখী করে জ্ঞানের দিগন্তকে প্রসারিত করা এবং তদানীন্তনকালের বাস্তবকে যুক্তিনিষ্ঠভাবে জীবনে প্রতিষ্ঠিত করা। এ র‍্যাশনালিস্ট ও হিউম্যানিস্ট সাধনাই তাদের আদর্শ। প্রায় বছর দশেক চালু ছিল এ মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ‘শিখা’। স্বল্পকাল স্থায়ী এ পত্রিকা সেকালের বাঙালি মুসলিমের সাহিত্য ও চিন্তার ক্ষেত্রে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল।