ফেরিক অক্সাইড (Fe₂O₃) বা আয়রন (II) অক্সাইড কে রুজ পাউডার বলে। 

এটি বাজারে রেড অক্সাইড বা জুয়েলারি বর্জ্য হিসেবে পরিচিত। স্বর্ণালঙ্কার পালিশ করতে রুজ পাউডার ব্যবহার করা হয়। 

এছাড়া কসমেটিক ভেনেসীয় রেড নামে লাল রং হিসেবে রুজ পাউডার ব্যবহার করা হয়।