রাসায়নিক পরীক্ষাগারে রিয়েজেন্ট বা বিকারক সংরক্ষণের জন্য যে বোতল ব্যবহার করা হয় তাকে রিয়েজেন্ট বোতল বা বিকারক বোতল বলে।
রিয়েজেন্ট বোতলকে ব্যবহার করার পূর্বে রিয়েজেন্ট বোতলের গায়ে লেভেল দেখে নিতে হবে। লেবেল বিহীন রিয়েজেন্ট কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না। রিয়েজেন্ট বোতল থেকে রিয়েজেন্ট ড্রপারের সাহায্যে ব্যবহার করতে হবে। একটি রিয়েজেন্ট বোতলের ছিপি যাতে অন্য রিয়েজেন্ট বোতলে সঙ্গে পাল্টে না যায়। সেটি খেয়াল রাখতে হবে। বিভিন্ন রাসায়নিক বিকারক সংরক্ষণের জন্য রিজেন্ট বোতল ব্যবহার করা হয়। এটি সাধারণত কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয়।
আলোর উপস্থিতিতে যেসব বিকারক ভেঙ্গে যায় সেই বিকারক গুলিকে বাদামি বা লাল বর্ণের রিয়েজেন্ট বোতলের সংরক্ষণ করা হয়।
100ml, 250ml, 500ml, 1L বিভিন্ন আয়তনের রিয়েজেন্ট বোতল ব্যবহার পাওয়া যায়।
Leave a comment