রাসায়নিক বিক্রিয়ার চাপের গুরুত্ব অপরিসীম। কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো চাপের প্রভাবে সংঘটিত হয়। 

যেমনঃ লেড ও সালফারের গুড়াকে চাপ দিলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে লেড সালফাইড উৎপন্ন করে।

   Pb + S —–> PbS

এছাড়া মাটির নিচে উচ্চচাপ ও তাপে কয়লা দীর্ঘদিন পড়ে থাকলে হীরকে রূপান্তরিত হয়।

তাছাড়াও শিল্পক্ষেত্রে চাপ ব্যবহার করে বিক্রিয়ার গতি এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা হয়।