সকল পদার্থই তার স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। সেরূপ মৌলসমূহের সাধারণ প্রবণতা হলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা লাভ করা। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য মৌল গুলির বহিঃস্থ কক্ষপথ অসম্পূর্ণ থাকার কারণে ঐ মৌলগুলি অষ্টক পূরণের জন্য একটি পরমানু অন্য একটি পরমাণুর সাথে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের করে। এর মাধ্যমে মৌল গুলি স্থিতিশীলতা লাভ করে এবং রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে মৌল সমূহের স্থিতিশীলতা লাভ করা।