রাইডার বাহকঃ পল বুঙ্গি ব্যালেন্সে রাইডারকে দাগাঙ্কিত বীমের উপর দিয়ে ডানে বা বামে চালনা করার জন্য যে ধাতব দন্ড ব্যবহার করা হয়, সেই ধাতব দণ্ডকে রাইডার বাহক বলে।

রাইডার বাহকের সাহায্যে রাইডারকে  ব্যালেন্সের কাচের ঘরের বাহির থেকেও নিয়ন্ত্রণ করা যায়।