রাইডার ধ্রুবকঃ পল বুঙ্গি ব্যালেন্সের তুলাদন্ডে দাগাঙ্কিত বীমের উপর রাইডারকে এক ঘর ডানে বা বামে সরানোর জন্য বস্তুর ভরের যে পরিবর্তন হয় তাকে ওই ব্যালেন্সের রাইডার ধ্রুবক বলে। 

যেমনঃ রাইডারকে এক দাগ সরানোর পর বস্তুর ভরের পরিবর্তন যদি 0.0001g হয়। তবে 0.0001g ভরকে রাইডার ধ্রুবক বলে।