মৌলিক পদার্থঃ  যেসব পদার্থকে বিশ্লেষণ করলে ঐ পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না সেই পদার্থকে মৌলিক পদার্থ বলে। 

যেমনঃ N₂ ; O₂ ; C ; ইত্যাদি মৌলিক পদার্থ।

যৌগিক পদার্থঃ  যেসব পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক ভিন্ন পদার্থ পাওয়া যায় সেই পদার্থ গুলিকে যৌগিক পদার্থ বলে।

যেমনঃ H₂O ; CO₂ ইত্যাদি যৌগিক পদার্থ।