প্রশ্নঃ মৌলিক অর্থনৈতিক সমস্যা (Basic Economic Problem) কী?

অথবা, মৌলিক অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ কর।

উত্তরঃ দুস্প্রাপ্যতা এবং সুযােগ ব্যয় এ দুটি গুরুত্বপূর্ণ ধারনা একটি অর্থনীতি কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে। সীমিত সম্পদ ও অসীম অভাবের কারণে মানুষ গুরুত্বপূর্ণ অভাবগুলাে নির্বাচন করে আগে পূরণের চেষ্টা করে। সুতরাং সীমাহীন অভাব এবং সীমিত সম্পদের মধ্যে ভারসাম্যহীনতার কারণে মানব সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। যে কারণে নিম্নোক্ত তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হয়-

(১) কি উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে? একটি উৎপাদনক্ষম অর্থনীতি সমাজে বসবাসরত সব মানুষের জন্য সবকিছু উৎপাদন করতে পারে না। অর্থনীতিতে প্রাপ্তব্য সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে কি কি দ্রব্য বা সেবা কি পরিমাণ উৎপাদিত হবে সমাজ কর্তৃক সিদ্ধান্ত নিতে হয়। উদাহরণস্বরূপ, অর্থনীতিতে শার্ট তৈরি হবে নাকি ধান উৎপাদিত হবে? অথবা প্রাপ্তব্য সম্পদ ব্যবহরের মাধ্যমে দুটি দ্রব্যের সংমিশ্রণ কি উৎপাদিত হবে? যা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অথবা গুণগত মানের শার্ট নাকি সস্তা দামের বেশি শার্ট তৈরি হবে? ভােগ্য দ্রব্য (যেমন পাউরুটি) তৈরি হবে নাকি অল্প পরিমাণ ভােগ দ্রব্য এবং বেশি পরিমাণ শিল্পজাত দ্রব্য (যেমন- যন্ত্রপাতি) উৎপাদিত হবে? সেজন্য অভাবের গুরুত্ব ও সমাজের প্রয়ােজন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে স্থির করতে হয় কোন কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা দরকার।

(২) কিভাবে উৎপাদন করা হবে? অর্থনীতিতে কোন একটি লক্ষ্য বাস্তবায়নের জন্য একের অধিক বিকল্প উপায় থাকে । এক্ষেত্রে সমাজকেই নির্ধারণ করতে হয় কি পরিমাণ সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন করবে এবং কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে। উদাহরণস্বরূপ কে ফার্মে উৎপাদন করবে অথবা কে শিক্ষা প্রসারের কাজে নিযুক্ত থাকবে? বিভিন্ন ধরনের দ্রব্য বা সেবা ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদন করবে নাকি সরকার অথবা মুনাফা বিহীন প্রতিষ্ঠান উৎপাদন করবে? শিল্প কারখানার কাজে বেশী শ্রম ও কম মূলধন ব্যবহৃত হবে নাকি কম শ্রম ও বেশী মূলধন ব্যবহৃত হবে? অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সমাজকেই সিদ্ধান্ত নিতে হয় কি উপায়ে উৎপাদন কাজ পরিচালিত হবে।

(৩) কার জন্য উৎপাদন করা হবে? অর্থনৈতিক কার্যকলাপের চূড়ান্ত ফল জনগণের কোন অংশ ভােগ করবে তা নির্ধারণ করতে হবে। জাতীয় উৎপাদন বিভিন্ন জনগােষ্ঠীর মধ্যে কিভাবে বণ্টন করা হবে? সমাজের অধিকাংশ জনগণ ধনী না গরিব? ধনী জনগােষ্ঠীর কাছে সম্পদের বেশিরভাগ কি চলে যায়? সম্পদ বন্টনের ক্ষেত্রে কি ধরনের নিয়ম অনুসরণ করা হবে? সমাজকেই এ সকল সিদ্ধান্ত পরিচালনা করতে হয়। সুষম বণ্টন নির্ভর করে সম্পদের দক্ষ ব্যবহারের উপর। সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে সুষম বণ্টন নিশ্চিত করে সমাজের সর্বোচ্চ কল্যাণ করা সম্ভব।