‘নবনূর’ পত্রিকার পরিচয়

বাংলা গদ্যের বিকাশে বিভিন্ন সাময়িক পত্রপত্রিকার ভূমিকা উল্লেখযোগ্য। আর অসংখ্য পত্রিকার ভিড়ে ‘নবনূর’ অন্যতম একটি পত্রিকা হিসেবে বিখ্যাত। বিশেষত মুসলমান সমাজের জাগরণ ও উন্নতি বিধানই তাদের লক্ষ্য ছিল। ‘নবনূর’ মুসলমানদের সবচেয়ে উন্নত মাসিক পত্রিকা। এ পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী।

পত্রিকাটি ১৯০৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। পত্রিকার শুরুতে সম্পাদক বলেছিলেন- “মুসলমানগণ সকল বিষয়ে পশ্চাদপদ হইয়া পড়িয়াছে এবং তাহাদের জাতীয় জীবনে অবসাদই যেন একাধিপত্য বিস্তার করিয়াছে। পতিত মুসলমানকে উন্নত করিবার, উদ্ধার করিবার একমাত্র অবলম্বন সাহিত্য। সম্পাদক এ উদ্দেশ্য সফল করার জন্য মুসলমান, হিন্দু এবং অন্তঃপুরস্থ প্রত্যেক মহিলাকে সাহিত্য সাধনার জন্য নবনূরে আহ্বান জানিয়েছেন।”

তাছাড়া নবনূর পত্রিকার পরিচালকগণ লিখেছিলেন- “নবনূর যদি বঙ্গীয় মুসলমান সমাজে সাহিত্যচর্চায় আকাঙ্ক্ষা উদ্দীপ্ত করিতে পারে, তবেই তাহার প্রচার সার্থক হইবে এবং ইহার পরিচালকগণ ধন্য হইবেন।”

পৌনে চার বছর নিয়মিতভাবে প্রকাশিত হওয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। মুসলমান সমাজে নবনূর বিশেষ প্রেরণা সঞ্চার করতে পেরেছিল। এ পত্রিকার লেখকগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কায়কোবাদ, শেখ ফজলুল করিম, কাজী ইমদাদুল হক, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।