মিথ্যা সাক্ষ্য ও জনসাধারণের ন্যায়বিচারের বিরুদ্ধে অপরাধসমূহ 

 শাস্তির বিধান 

১. দন্ডবিধির ধারা– ১৯৩

অপরাধ- কোন বিচার কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য প্রদান বা সৃষ্টি করা।(Punishment for false evidence)

শাস্তি- ০৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

২. দন্ডবিধির ধারা- ১৯৩

অপরাধ- অন্য কোন ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা সৃষ্টি করা।

শাস্তি- ০৩  বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

৩. দন্ডবিধির ধারা– ১৯৪

অপরাধ- কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের দন্ডনীয় অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান কিংবা তা উদ্ভাবন করা।(Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence; if innocent person be thereby convicted and executed)

শাস্তি- যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা।

৪. দন্ডবিধির ধারা– ১৯৪

অপরাধ- মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে যদি কোনো নিরপরাধ ব্যক্তি দণ্ডিত হয় এবং তার ফাঁসি হয়।

শাস্তি- মৃত্যুদণ্ড বা ঐরূপ দণ্ড।

৫. দন্ডবিধির ধারা– ১৯৫ 

অপরাধ- যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর বা ততোধিক মেয়াদে কারাদণ্ড দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা তা সৃষ্টি করা।

(Giving or fabricating false evidence with intent to procure conviction of offence punishable with imprisonment for life or imprisonment.)

শাস্তি- দণ্ডিত ব্যক্তির অনুরূপ শাস্তির বিধান রাখা হয়েছে।

৬. দন্ডবিধির ধারা– ১৯৬

অপরাধ- বিচার কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য ব্যবহার।

(Using evidence known to be false.)

শাস্তি- মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা তার সৃষ্টি করার অনুরূপ শাস্তি।

৭. দন্ডবিধির ধারা– ১৯৭

অপরাধ- যেকোনো বিষয় সম্পর্কিত সার্টিফিকেট আইনগত সাক্ষ্য রূপে গ্রহণযোগ্য সেইরূপ বিষয় সম্পর্কে জ্ঞাতসারে মিথ্যা সার্টিফিকেট  প্রদান বা স্বাক্ষর করা।(Issuing or signing false certificate.)

শাস্তি- মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তির অনুরূপ শাস্তি।

৮. দন্ডবিধির ধারা– ১৯৮

অপরাধ- গুরুত্বপূর্ণ বিষয়ে মিথ্যা বলে জানা কোন সার্টিফিকেটকে সত্য বলে ব্যবহার করা।(Using as true a certificate known to be false.)

শাস্তি- মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তির অনুরূপ শাস্তি।

৯. দন্ডবিধির ধারা– ১৯৯

অপরাধ- আইনগত সাক্ষ্যপ্রমাণে গ্রহণযোগ্য কোনো ঘোষণায় মিথ্যা বিবৃতি প্রদান।(alse statement made in declaration which is by law receivable as evidence.)

শাস্তি- মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তির অনুরূপ শাস্তি।

১০. দন্ডবিধির ধারা– ২০০

অপরাধ- মিথ্যা বলে জানা সত্ত্বেও এরূপ ঘোষণা সত্য বলে ব্যবহার করা।(Using as true such declaration knowing it to be false.)

শাস্তি- মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তির অনুরূপ শাস্তি।

১১. দন্ডবিধির ধারা– ২০১

অপরাধ- সংঘটিত অপরাধের সাক্ষ্য-প্রমাণ অপসারিত করা বা অপরাধীকে বাঁচানোর জন্য এ ধরনের মিথ্যা খবর দেওয়া, যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়।(Causing disappearance of evidence of offence, or giving false information to screen offender- if a capital offence; if punishable with imprisonment for life; if punishable with less than ten years’ imprisonment.)

শাস্তি- ০৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

১২. দন্ডবিধির ধারা– ২০১

অপরাধ- যদি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়।

শাস্তি- ০৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

১৩. দন্ডবিধির ধারা– ২০১

অপরাধ- যদি দশ বছরের কম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়।

শাস্তি- অপরাধের জন্য নির্ধারিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি।

১৪. দন্ডবিধির ধারা– ২০২

অপরাধ- আইনগত বাধ্য হওয়া সত্ত্বেও কোনো অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে খবর না দেওয়া।(Intentional omission to give information of offence by person bound to inform.)

শাস্তি- ০৬ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

১৫. দন্ডবিধির ধারা– ২০৩

অপরাধ- সংঘটিত অপরাধ সম্পর্কে মিথ্যা খবর দেওয়া।(Giving false information respecting an offence committed.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।।

১৬. দন্ডবিধির ধারা– ২০৪

অপরাধ- প্রমাণ হিসেবে পেশ করতে না দেওয়ার জন্য কোন দলিল গোপন বা  নষ্ট করা।(Destruction of document to prevent its production as evidence.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

১৭. দন্ডবিধির ধারা– ২০৫

অপরাধ- কোন কার্যক্রম বা মামলায় জামিনদার হওয়ার উদ্দেশ্যে ভুয়া পরিচয় দেওয়া।(False personation for purpose of act or proceeding in suit or prosecution.)

শাস্তি- ০৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

১৮. দন্ডবিধির ধারা– ২০৬

অপরাধ-  বাজেয়াপ্তকরণ বা জরিমানা বা ডিক্রির অর্থ  আদায়ের জন্য  প্রতিরোধের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গোপন করা।(Fraudulent removal or concealment of property to prevent its seizure as forfeited or in execution.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

১৯. দন্ডবিধির ধারা-২০৭

অপরাধ- বাজেয়াপ্তকরণ বা জরিমানা বা ডিক্রির অর্থ আদায় বাবত সম্পত্তি নেওয়া প্রতিরোধের জন্য বিনা অধিকা্রে কোন সম্পত্তি দাবি করা বা সম্পত্তির অধিকার সম্পর্কে প্রতারণা করা।(Fraudulent claim to property to prevent its seizure as forfeited or in execution.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

২০. দন্ডবিধির ধারা– ২০৮

অপরাধ- যে অর্থ পাওনা নয় তার জন্য প্রতারণামূলকভাবে ডিক্রি পাস হতে দেওয়া বা অর্থ  পরিশোধের পর ডিক্রি জারি হতে দেওয়া।(Fraudulently suffering decree for sum not due.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

২১. দন্ডবিধির ধারা– ২০৯

অপরাধ- আদালতে মিথ্যা দাবি উপস্থাপন।(Dishonestly making false claim in Court.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা ।

২২. দন্ডবিধির ধারা– ২১০

অপরাধ- যে অর্থ পাওনা নয় তার জন্য প্রতারণামূলক ভাবে ডিগ্রি পাস করে নেওয়া অর্থ পরিশোধের পর ডিক্রি জারি হতে দেওয়া।(Fraudulently obtaining decree for sum not due.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

২৩. দন্ডবিধির ধারা– ২১১

অপরাধ- ক্ষতি করার উদ্দেশ্যে অপরাধের মিথ্যা অভিযোগ করা।(False charge of offence made with intent to injure.)

শাস্তি- ০২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

২৪. দন্ডবিধির ধারা– ২১১

অপরাধ- যে অপরাধের অভিযোগ করা হয়েছে তা সাত বছর বা ততোধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হলে।

শাস্তি- ০৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

২৫. দন্ডবিধির ধারা– ২১১

অপরাধ- মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হলে।

শাস্তি- ০৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

২৬. দন্ডবিধির ধারা– ২১২

অপরাধ- অপরাধীকে আশ্রয় দেওয়া যখন অপরাধীর মৃত্যুদণ্ড দণ্ডনীয় হয়।(Harbouring offender if a capital offence; if punishable with imprisonment for life, or with imprisonment.)

শাস্তি- ০৫ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

২৭. দন্ডবিধির ধারা– ২১২

অপরাধ- যখন যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়।

শাস্তি- ০৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা।

২৮. দন্ডবিধির ধারা– ২১২

অপরাধ- যখন ০১ বছর হতে ১০ বছরের আগ পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয় অপরাধ হয়।

শাস্তি- অপরাধের জন্য নির্ধারিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি।