‘মানুষ ভজে, মানুষ ধর, মন, যাবি তুই ভব পার।’
উত্তর : মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বাউলদের মতে মানুষ হচ্ছে জীবাত্মা এবং ঈশ্বর বা সৃষ্টিকর্তা হচ্ছে পরমাত্মা। এ জীবাত্মা পরমাত্মার অংশ। জীবাত্মার মধ্যেই পরমাত্মা বিরাজ করে। অর্থাৎ সৃষ্টির মধ্যেই স্রষ্টা বিরাজিত। এছাড়া বাউল দর্শনের মূল কথা হচ্ছে সাম্য ও মানবতা। এজন্য বাউলদের কণ্ঠে সর্বদা মানবতার গান এবং প্রেমের বাণী ঝংকৃত হয়েছে। আর এ গান হচ্ছে এক ধরনের ভজন সংগীত। বাউলদের পরামর্শ হচ্ছে মানুষ ভজনে ঈশ্বরকে ভজন করা হয়। কেননা সৃষ্টিকর্তা মানুষের মাঝেই বিরাজ করে। এভাবে স্রষ্টার সৃষ্টির ভজনে ভব পারাপার নির্বিঘ্ন হয় অর্থাৎ সংসার তথা ইহজগৎ সহজে পার হওয়া যায়। একথাই উপর্যুক্ত পঙক্তিতে বাউল দর্শনের তাৎপর্য বিধৃত হয়েছে।
Leave a comment