প্রশ্নঃ মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য কী?
অথবা, মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য উল্লেখ কর।
ভূমিকাঃ রাষ্ট্রচিন্তার ইতিহাসে যেসব দার্শনিক তাদের কার্যের দ্বারা চিরস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে মন্টেস্কু অন্যতম। মন্টেস্কুর তার ‘The Spirit of Laws’ গ্রন্থে তৎকালীন ফরাসি স্বৈরাচারী শাসকের হাত থেকে স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় তা উল্লেখ করেন। তিনি আইনের বিধান অনুযায়ী কাজ করাকে স্বাধীনতা বলেছেন। সরকারের কাজের নিয়ন্ত্রণ ও ভারসাম্যের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়ােজন।
মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্যঃ মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পর্যালােচনা করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায়ঃ
১. সরকারের তিনটি বিভাগ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা পৃথকভাবে প্রতিটি বিভাগের উপর ন্যস্ত থাকবে। এক বিভাগ অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করবে না।
২. প্রতিটি বিভাগের ক্ষমতা ও কার্যাবলি সীমাবদ্ধ থাকবে এবং পৃথক ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা বিভাগ কর্তৃক ক্ষমতা ও কার্যাবলি আলাদা আলাদাভাবে সম্পাদিত হবে।
৩. প্রতিটি বিভাগ তার ক্ষমতা ও কার্যাবলি প্রয়ােগে চূড়ান্ত ক্ষমতা ভােগ করবে।
৪. প্রতিটি বিভাগ স্বতন্ত্র বিধায় এক বিভাগ অন্য বিভাগের ক্ষমতায় হস্তক্ষেপ করবে না এবং প্রত্যেক বিভাগে নিজ নিজ ক্ষমতা প্রয়ােগে স্বাধীন থাকবে।
উপসংহারঃ আলােচনার শেষ প্রান্তে আমরা বলতে পারি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে যে সমস্ত দার্শনিক আলােচনা করেছেন তাদের মধ্যে মন্টেস্কুর আলােচনা সবচেয়ে বেশি গ্রহণযােগ্য। মন্টেস্কুর আলোচনায় সরকারের প্রতিটি বিভাগের দায়িত্ব ও কাজ আলাদাভাবে বণ্টন করা হয়, যা তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্যের মধ্যে ফুটে উঠেছে।
Leave a comment