ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। কারণ এটি গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সাথে বিক্রিয়া করে ভ্যানাডিল ক্লোরাইড (VOCl₂) লবণ ও পানি উৎপন্ন করে।
V₂O₅ +6HCl —–>2VOCl₂+3H₂O +Cl₂
আবার, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড NaOH ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ভ্যানাডেট লবণ ও পানি উৎপন্ন করে।
V₂O₅+ 6NaOH —–>2Na₃VO₄ + 3H₂O
এইজন্য ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড একটি উভধর্মী অক্সাইড।
Leave a comment