বোর পরমাণু মডেলের স্বীকার্য গুলি নিম্নরূপঃ
কৌণিক ভরবেগ (mvr) = nh / 2π
এখানে, n = প্রধান শক্তিস্তর।
n এর মান পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি।
h = প্লাঙ্কের ধ্রুবক।
m = ইলেকট্রনের ভর,
v = ইলেকট্রনের বেগ,
r = কক্ষপথের ব্যাসার্ধ,
৩. বর্ণালীর ধারণাঃ পরমাণুকে যখন বাহির থেকে শক্তি প্রদান করা হয় তখন নিম্ন শক্তিস্তরের ইলেকট্রন গুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তরে গমন করেন।
আবার যখন শক্তির উৎস সরিয়ে নেওয়া হয় তখন ইলেকট্রনগুলি যে শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তরে গমন করেছিল ঠিক সমপরিমাণ শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তিস্তরে ফিরে আসে। এই বিকরিত শক্তি আমরা বর্ণালী হিসেবে দেখতে পায়।
এই শক্তি তাড়িত চৌম্বকীয় তরঙ্গ আকারে নির্গত হয়। দুটি শক্তিস্তরের মধ্যে শক্তির পার্থক্য, E₂ – E₁ = ΔE = hv.
Leave a comment