অথবা, বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক -উক্তিটির আলোকে সংক্ষেপে মৃন্ময়ীর জীবন রূপান্তরের পরিচয় দাও
‘বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক’
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ গল্পে অপূর্ব নিজের পছন্দ মোতাবেক মৃন্ময়ীকে বিয়ে করে। বিয়ের পরের মৃন্ময়ী এবং বিয়ের পূর্বের মৃন্ময়ীর আচার-ব্যবহারে আকাশ-পাতাল পরিবর্তন আসে- যা ‘অপূর্ব-মৃন্ময়ী’র বিয়ে এ পরিবর্তন সাধন করে।
মৃন্ময়ী এ বিয়েতে রাজি ছিল না। অপূর্ব তাকে বিয়ে করে ঘরে আনলে তার স্বাভাবিক চলার ছন্দ বিনষ্ট হয়। যার জন্যে মৃন্ময়ী সম্পূর্ণ দায়ী করে অপূর্বকে। কারণ অপূর্ব যেমন তাকে পছন্দ করেছে- আবার মায়ের অপছন্দ বলে তাকেও রাজি করেছে। আর মৃন্ময়ীকে বউ করে ঘরে তুলেছে। অপূর্বর মা এবার বউমার সংশোধনের কাজে লেগে পড়ে। মৃন্ময়ীর সমস্ত কাজে নিষেধাজ্ঞা জারি হয়। অপূর্ব মৃন্ময়ীকে ভালোবাসে তাই আনন্দের উপলক্ষ্য করে দিতে সে মৃন্ময়ীকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় মৃন্ময়ীর বাবার কাছে কুশীগঞ্জে। যাবার সময় মাকে একটা চিঠি লিখে যায় ফিরে এলে পুত্র এবং পুত্রবধূর প্রতি মায়ের অভিমান পরিবেশটাকে ভারি করে তোলে। তাই অপূর্ব কলকাতায় আইন পড়তে যেতে চাইলে মা বউকেও সঙ্গে নিয়ে যেতে বলে।
কিন্তু মৃন্ময়ী রাজি না হলে সে একা কলকাতায় চলে যায়। কিন্তু এখান থেকেই মৃন্ময়ীর মানসিক পরিবর্তন আরম্ভ হয়। মাতৃগৃহে তার আর মন টেকে না। সারাক্ষণ তার একটি স্মৃতি ভর করে থাকে এবং আর একটা শয্যার কাছে গুনগুন করে বেড়াতে থাকে। তারপর থেকে তাকে আর কেউ বাইরে দেখতে পায় না- হাস্যধ্বনিও শুনতে পায় না। সে তার স্বামীকে অত্যাধিক পরিমাণে মনে করে এবং আবার শ্বশুরালয়ে গমন করে। গল্পের ভাষায়:
“শাশুড়ি বধুর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন। সে মৃন্ময়ী আর নাই। এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নহে। বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক। শাশুড়ি স্থির করিয়াছিলেন, মৃন্ময়ীর দোষগুলি একটি একটি করিয়া সংশোধন করিবেন, কিন্তু আর একজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করিয়া মৃন্ময়ীকে যেন নূতন জন্ম পরিগ্রহ করাইয়া দিলেন।”
মূলত ‘সমাপ্তি’ গল্পের মৃন্ময়ী নামটি সার্থক। মাটি ও প্রকৃতির সঙ্গে সে এমনভাবে মিশে আছে যে অপূর্বর প্রণয়ের দিকে তাকানোর সুযোগ সে পায়নি। কিন্তু অপূর্বর অনুপস্থিতিতে মৃন্ময়ীর মধ্যে বিশাল এক পরিবর্তন সাধিত হয়েছিল- যার জন্য প্রয়োজন ছিল বৃহৎ বলের বা শক্তির। প্রকৃতি এবং সমাজ থেকে মৃন্ময়ী তা ধীরে ধীরে সংগ্রহ করে আদর্শ নারীতে পরিণত হয়েছে।
Leave a comment