বীকারঃ বীকার হচ্ছে কাঁচ নির্মিত এবং দেখতে অনেকটা কাঁচের গ্লাসের মত। যার এক প্রান্ত বদ্ধ এবং অপর প্রান্ত খোলা থাকে।
বিকার বিভিন্ন মাপের হতে পারে যেমন- 50, 100, 250, 500 এবং 1000 মিলি।
বীকার বিভিন্ন আয়তনের দ্রবন পরিমাপ করতে ব্যবহার করা হয়।
সাধারণত বিকারের গায়ে তাপ ধারণ ক্ষমতা লিখা থাকে।
Leave a comment