প্রাচীনকালে উচ্চশিক্ষার কেন্দ্রগুলি কীরূপ ছিল?
প্রাচীনকালে উচ্চশিক্ষার কেন্দ্র ছিল গুরুকুল আশ্রম। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ছিল এক শিক্ষকবিশিষ্ট এবং শিক্ষাদান পদ্ধতি ছিল মৌখিক।
মুসলিম শাসনকালে ভারতের কোন কোন স্থানে উচ্চশিক্ষার কেন্দ্র ছিল?
মুসলিম শাসনকালে দিল্লি, আগ্রা, লখনউ, আজমির, লাহাের, বাংলার মুরশিদাবাদ, নদিয়া প্রভৃতি স্থানে উচ্চশিক্ষার কেন্দ্ররূপে বহু মাদ্রাসা গড়ে উঠেছিল।
মুসলিম শাসনকালে কোন কোন্ ভাষাশিক্ষা বাধ্যতামূলক ছিল?
মুসলিম শাসনকালে আরবি ও ফারসি ভাষাশিক্ষা বাধ্যতামূলক ছিল।
আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রথম কবে সূচিত হয়?
আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রথম সূচিত হয় উনবিংশ শতকের মধ্যভাগে ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা, বােম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
ভারতের অন্যতম হিন্দুশাস্ত্রচর্চার প্রাচীন কেন্দ্র কোথায় অবস্থিত ছিল?
ভারতের অন্যতম হিন্দুশাস্ত্রচর্চার প্রাচীন কেন্দ্র ছিল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, যেটি ১৮৮৭ খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
ভারতে প্রথম কবে জাতীয় শিক্ষার আন্দোলন হয়েছিল?
ভারতে ১৯০৬ খ্রিস্টাব্দে প্রথম জাতীয় শিক্ষার আন্দোলন হয়েছিল।
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ।
কার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল?
ড. সর্বপল্লী রাধাকৃয়ণের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
১৯৪৮ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ড. নির্মল কুমার সিদ্ধান্ত।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ড. সর্বপল্লী রাধাকৃষণ।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্যসংখ্যা কত ছিল?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মােট সদস্য ছিলেন ১০ জন।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ৭ জন ভারতীয় সদস্য ছিলেন। এরা হলেন ড. সর্বপল্লী রাধাকৃয়ণ, ড. নির্মল কুমার সিদ্ধান্ত, ড. মেঘনাদ সাহা, ড. এ লক্ষ্মণস্বামী মুদালিয়র, ড. তারাচাদ, ড. জাকির হােসেন এবং ড. করম নারায়ণ বহল।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপাের্টে কতগুলি সুপারিশ করা হয়েছিল?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপাের্টে ২০৭টি সুপারিশ করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনটি ছিল ৭৪৭ পৃষ্ঠার।
কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপাের্ট জমা দেয়?
১৯৪৯ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপাের্ট জমা দেয়।
বিশ্ববিদ্যালয় কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করাে।
বিশ্ববিদ্যালয় কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য হল- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হবে এমন যা দেশের রাজনীতি, সমাজ, প্রশাসন, শিল্প-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে নেতৃত্বদানের যােগ্যতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ক-টি ধারায় শিক্ষার লক্ষ্যকে পর্যালােচনা করে ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আটটি ধারায় শিক্ষার লক্ষ্যকে পর্যালােচনা করে। সেই ধারাগুলি হল-
-
New India বা নবভারত,
-
Democracry বা গণতন্ত্র,
-
Justice বা ন্যায়বিচার,
-
Liberty বা স্বাধীনতা,
-
Equality বা সাম্য,
-
Fraternity atalgante,
-
Uninterrupted Continuity of Indian Culture বা ভারতীয় সংস্কৃতির অবিরাম ধারা এবং
-
History of India বা ভারতের ইতিহাস।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কীসের উপর ভিত্তি করে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চারটি সমাজদর্শনের উপর ভিত্তি করে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে। সেগুলি হল-
-
সামাজিক ন্যায়বিচার,
-
সৌভ্রাতৃত্ববোেধ,
-
স্বাধীনতা,
-
সমানাধিকার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত দিক থেকে ক-টি ভাগে ভাগ করা হয় ও কী কী?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত দিক থেকে চার ভাগে ভাগ করেছে। এগুলি হল— প্রফেসর, রিডার, লেকচারার, ইন্সস্ট্রাকটর। এ ছাড়াও থাকবে কিছু সংখ্যক গবেষক ও শিক্ষার্থী।
উচ্চশিক্ষায় টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা কে, কেন চালু করতে বলেছিলেন?
রাধাকৃয়ণ কমিশন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার জন্য উচ্চশিক্ষায় টিউটোরিয়াল ক্লাস চালু করার নির্দেশ দিয়েছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত যে-কোনাে দুই ধরনের পেশাগত শিক্ষার নাম লেখাে।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত পেশাগত শিক্ষাগুলির মধ্যে উল্লেখযােগ্য হল— কৃষিবিদ্যা শিক্ষা এবং চিকিৎসাশাস্ত্র শিক্ষা।
কৃষিবিদ্যা শিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কী কী সুপারিশ ছিল?
কৃষিবিদ্যা শিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামাঞ্চলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও কৃষি কলেজ গড়ে তােলার নির্দেশ দিয়েছিল।
কোন্ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে?
গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে রাধাকৃষ্ণ কমিশন (১৯৪৮-৪৯ খ্রি.)।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের ক-টি ভাষার সঙ্গে পরিচয়ের কথা বলেছিল?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের তিনটি ভাষার সঙ্গে পরিচিতির কথা বলেছিল। সেই তিনটি ভাষা হল মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা (হিন্দি) এবং ইংরেজি।
কোন কমিশন কী কারণে ছাত্রদের Students’ Union গঠনের অধিকার দিয়েছিল ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার্থীদের চরিত্রগঠন ও নেতৃত্বের গুণাবলির বিকাশের জন্য ছাত্র সংগঠন বা Students’ Union গঠনের কথা বলেছিল।
কোন কমিশন NCC-এর প্রশিক্ষণের উপর জোর দিয়েছিল?
রাধাকৃষ্ণণ কমিশন NCC-এর প্রশিক্ষণের উপর জোর দিয়েছিল।
NCC – এর পুরাে কথাটি কী?
NCC-এর পুরাে কথাটি হল— National Cadet Corps.
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নারীশিক্ষার পাঠক্রমে কী বিশেষ উদ্যোগ নিয়েছিল?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নারীশিক্ষার পাঠক্রমে গার্হস্থ্য বিজ্ঞান ও পরিবার পরিচালনার শিক্ষার ব্যবস্থা করেছিল।
UGC কী?
ভারতের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার বহনের জন্য যে কমিশনের হাতে অর্থবণ্টনের দায়িত্বভার ন্যস্ত থাকে, সেই কমিশনই UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামে পরিচিত।
UGC কথাটি কোন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত?
UGC কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত।
UGC-এর পূর্ণ রূপ কী?
UGC-এর পূর্ণ রূপ হল University Grant Commission.
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে কোন কোন্ স্তরের উল্লেখ করেছে?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে চারটি স্তরের উল্লেখ করেছে। যথা প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা।
বিদ্যালয়ে মনীষীদের জীবনীপাঠ প্রথম কোন্ কমিশন সুপারিশ করেছিল?
বিদ্যালয়ে মনীষীদের জীবনীপাঠের প্রথম সুপারিশ করেছিল রাধাকৃয়ণ কমিশন (১৯৪৮-৪৯ খ্রি.)।
শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান?
শ্রীনিকেতন হল পশ্চিমবঙ্গের Rural Institute বা অন্যতম একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়।
শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন?
শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
NCRHE-এর পুরাে কথাটি কী?
National Council for Rural Higher Education।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল, তার নাম কী?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিল তার নাম— National Council for Rural Higher Education বা গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ।
রাধাকৃয়ণের গ্রামীণ শিক্ষা পরিকল্পনা কার দ্বারা প্রভাবিত হয়েছিল?
রাধাকৃয়ণের গ্রামীণ শিক্ষার পরিকল্পনা ডেনমার্কের জনতা কলেজ, গান্ধিজির বুনিয়াদি শিক্ষা, রবীন্দ্রনাথের পল্লিসমাজ ও শ্রীনিকেতনের দ্বারা প্রভাবিত হয়েছিল।
রাধাকৃয়ণের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক স্তরের মেয়াদ কত বছরের?
রাধাকৃয়ণের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক স্তরের মেয়াদ ছিল ৪ বছরের নিম্ন ও উচ্চ বুনিয়াদি শিক্ষা।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের?
গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর তিন বছরের।
রাধাকৃয়ণ কমিশনের কলেজীয় শিক্ষার মেয়াদ কত বছর ছিল?
রাধাকৃয়ণ কমিশনের কলেজীয় শিক্ষার মেয়াদ ছিল ৩ বছর।
কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় স্তরটির মেয়াদ কত বছর ছিল?
গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্তরটির মেয়াদ ছিল ২ বছরের স্নাতকোত্তর শিক্ষা।
গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ গঠিত হয় ১৯৫৬ খ্রিস্টাব্দে।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কোথায় গ্রামীণ প্রতিষ্ঠানে তিন বছরের শিক্ষক-শিক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয় ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গুজরাট গ্রামীণ প্রতিষ্ঠানে তিন বছরের শিক্ষক-শিক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের দুটি কর্মসূচি সম্পর্কে লেখাে।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অন্তর্গত দুটি বিষয় হল-
-
সম্পূর্ণ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তােলা এবং
-
গ্রামীণ পরিবেশের সঙ্গে সম্পর্কিত শিক্ষা, শিল্প-সংস্কৃতি, অর্থনীতি ও সমাজদর্শন সম্বন্ধে গবেষণার ব্যবস্থা করা।
কোন্ কোন বিশ্ববিদ্যালয়ের অসুবিধার্থে সাম্প্রদায়িক সনদ বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন?
বারাণসী বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের অসুবিধার জন্য সাম্প্রদায়িক সনদ বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
Leave a comment