বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ বিদুষী

পুরুষ, স্ত্রী, জড় পদার্থ ও উভয় সম্প্রদায়ভুক্ত জাতি বোঝাতে যে চিহ্ন, লক্ষন বা সংকেত ব্যবহার করা হয় তাকে লিঙ্গ বলে। বিদ্বান পুরুষবাচক শব্দটির সঠিক স্ত্রীবাচক শব্দ বিদুষী।

স্ত্রীলিঙ্গ: যেসব পদে স্ত্রী জাতি বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন: বালিকা, মাতা, মেয়ে, নারী, মাতুলানী ইত্যাদি। বিদ্বান শব্দটির স্ত্রীলিঙ্গ বিদুষী।