কোন রাসায়নিক বিক্রিয়া ঘটার পূর্ব শর্ত হচ্ছে, বিক্রিয়ক গুলির মধ্যে সংঘর্ষ হতে হবে। যে বিক্রিয়ায় সংঘর্ষের পরিমাণ যত বেশি সেই বিক্রিয়ার হার তত বেশি। তাপমাত্রার পরিবর্তনের সাথে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়। কোন বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়। যার কারনে বিক্রিয়ক অণু গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।
প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। আবার, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ক অনুগুলির গতিশক্তি হ্রাস পায়। যার ফলে বিক্রিয়ক গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণও কমে যায় এবং বিক্রিয়ার হার হ্রাস পায়।
Leave a comment