সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? এ পত্রিকা সম্পর্কে যা জান লেখ
উত্তর: বাংলা ভাষায় এ যাবৎ প্রাপ্য প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে- সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। তবে মার্শম্যান যে উভয় পত্রিকারই কেবল সাধারণ পরিচালকই ছিলেন না- যথার্থ লেখক ও সংবাদ সম্পাদক ছিলেন, তার প্রমাণ আছে দেশীয় পণ্ডিত ও মুন্সিদের কাছে। এমনকি পণ্ডিতেরা সকলে একসঙ্গে ছুটি নিয়েছিলেন বলে একবার সমাচার দর্পণের প্রকাশ বন্ধ রাখতে হয়েছিল। দিগদর্শন প্রকাশের প্রায় একমাস কালের মধ্যেই সমাচার দর্পণ সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিল। সম্পাদনা কর্মে প্রথমে প্রধান সহযোগী ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার ও তারিণীচরণ শিরোমনি। ১৮৪১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ পত্রিকাটি জনপ্রিয়তার সঙ্গে চালু ছিল। এর মধ্যে ১৮২৯ খ্রিষ্টাব্দে একে ইংরেজি ও বাংলা দ্বিভাষিক করা হয়। কারণ ততোদিনে হিন্দু কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি পত্রিকা পাঠের আগ্রহ প্রবল হয়ে উঠেছিল। উনিশ শতকে বাংলার জাতীয় ইতিহাসে সমাচার দর্পণের স্থান অতুলনীয়। ভাষা, সাহিত্য, শিক্ষা, সমাজ, রাজনীতি, ধর্ম ইত্যাদি সমকালীন বাঙালি জীবনের সকল দিকের পূর্ণাঙ্গ তথ্যচিত্র এই প্রাচীন সংবাদপত্রের পৃষ্ঠায় ধৃত রয়েছে।
এ পত্রিকার তথ্যাবলিকে বিষয়ানুসারে সজ্জিত ও সম্পাদিত করে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কীর্তি- সংবাদপত্র সেকালের কথা প্রকাশিত হয়েছিল।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment