ফেরিক ক্লোরাইডের(FeCl₃) জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়োডাইড(HI) যোগ করলে, HI ফেরিক ক্লোরাইড কে বিজারিত করে ফেরাস ক্লোরাইড (FeCl₂) এবং নিজে জারিত হয়ে আয়োডিনে (I₂) পরিণত হয়। সেই সথে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে।

2FeCl₃ + 2HI —–> 2FeCl₂ + I₂ + 2HCl