প্রশ্নঃ ফলিত নৃবিজ্ঞান কী?

অথবা, ফলিত নৃবিজ্ঞান কাকে বলে?

ভূমিকাঃ নৃবিজ্ঞানের ব্যবহারিক মূল্য সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে ফলিত নৃবিজ্ঞান। সাধারণত কোন সামাজিক সমস্যাকে ঘিরে সৃষ্ট নৃতাত্ত্বিক মতবাদের যথার্থতা যাচাই বা মানব কল্যাণের জন্য কোন সমস্যার প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে থাকে।

ফলিত নৃবিজ্ঞানের সংজ্ঞাঃ কোন তাত্ত্বিক বিষয়বস্তুর ব্যবহারিক প্রয়ােগ হচ্ছে ফলিত নৃবিজ্ঞানের কাজ। মানব সমাজ সম্পর্কে নৃবিজ্ঞান যে কোন বিষয়বস্তুর পেশাদার বা ব্যবহারিক প্রয়ােগকে ফলিত নৃবিজ্ঞান বলা হয়।

সমাজবিজ্ঞানী র‍্যাডক্লিফ ব্রাউন Applied Anthropology প্রত্যয়টি ব্যবহার করেন। অন্যান্য নৃবিজ্ঞানিরা একে Practta Anthropology ও Action Anthropology নামে অভিহিত করলেও বিষয়টি শেষ পর্যন্ত Applied anthropology নামে সর্বাধিক পরিচিতি লাভ করিয়াছে।

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন নৃবিজ্ঞানী বিভিন্ন ভাবে ফলিত নৃবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। নৃবিজ্ঞানী লুসি মেয়ার (Lucy Mair) বলেন- নৃবিজ্ঞানের যে অংশে মানব জীবনের ব্যবহারিক বিষয়াদি আলােচিত হয় তাকে বলা হয় ফলিত নৃবিজ্ঞান।

মার্গারেট মীড তার Applied Anthropology গ্রন্থে ফলিত নৃবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যে কোন বিষয়বস্তুর পেশাদার তথা ব্যবহারিক প্রয়ােগই হলাে ফলিত নৃ বিজ্ঞান।” তিনি আরাে বলেন, ফলিত নৃবিজ্ঞান হলাে সমাজবিজ্ঞানের একটি অভিধান।

সার্বিক সংজ্ঞাঃ মানব জীবনে অগণিত সমস্যায় পড়তে হয়। এসব সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ব্যবহারিক কলা কৌশল প্রয়ােগ করা হয়। আর এ সকল ব্যবহারিক কাজ মানুষের বাস্তব জীবনকে সমস্যা থেকে পরিত্রাণে সহায়তা করে থাকে। তাই মােদ্দা কথায় বলতে পারি, বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহৃত ব্যবহারিক প্রয়ােগই ফলিত বিজ্ঞান।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আধুনিক ফলিত নৃবিজ্ঞানী, আর্থ সামাজিক প্রশাসনিক রাজনৈতিক প্ৰভতি সমস্যার মূল প্রকৃতি সম্পর্কে ব্যক্তিগত অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি প্রয়ােগে গবেষণা করেন। তাই উন্নত বা আমাদের মত উন্নয়শীল দেশে ফলিত নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।