প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের পার্থক্য


প্রাকৃতিক দুর্যোগ :

  • প্রাকৃতিক কারণে সংঘটিত যেসকল ঘটনার দ্বারা মানবজীবনের বিভিন্ন ক্রিয়াকলাপের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হতে পারে বা হয়ে থাকে তাকে দুর্যোগ বলে।

  • প্রাকৃতিক দুর্যোগ ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয়।

  • প্রাকৃতিক দুর্যোগের প্রভাবকে আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়।

  • সমুদ্রের মধ্যে সৃষ্ট প্রবল ঘূর্ণবাত (টাইফুন, হ্যারিকেন ইত্যাদি) যখন মাঝ সমুদ্রেই মিলিয়ে যাওয়ার ফলে জীবনহানির আশঙ্কা থাকে না তখন সেটি দুর্যোগ বলে পরিগণিত হয়।

  • এটি বিশেষ এক পরিস্থিতি তবে চূড়ান্ত ঘটনা নয়।


প্রাকৃতিক বিপর্যয় :

  • প্রাকৃতিক যে-কোনাে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ঘটনা যা জীবনহানি ও সম্পদহানি ঘটায় এবং বাইরের সাহায্য ছাড়া যার মােকাবিলা করা সম্ভব নয়, তাকে বিপর্যয় বলে।

  • প্রাকৃতিক বিপর্যয় বৃহৎ স্কেলে সংঘটিত হয়।

  • প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবকে খুব বেশি নিয়ন্ত্রণ করা যায় না।

  • সমুদ্রের মধ্যে সৃষ্ট প্রবল ঘূর্ণবাত যখন উপকূল অঞ্চলের জনবহুল স্থানে আছড়ে পড়ে মানবজীবনে ক্ষতিসাধন করে তখন তা বিপর্যয়রূপে পরিগণিত হয়।

  • এটি হল সর্বোচ্চ ঘটনা।


বিপর্যয়-পূর্ব ব্যবস্থাপনা সম্বন্ধে আলােচনা করাে।

বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্বন্ধে লেখাে।

বিপর্যয়ের প্রশমন বলতে কী বােঝ এবং বিপর্যয় প্রশমনের বিভিন্ন কৌশলগুলি আলােচনা করাে।

Geography সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)