পিতলের সামগ্রীতে সবুজ বর্ণের আস্তরণ সৃষ্টি হয় কেন?



 


পিতল 65% কপার (Cu) ও 35% জিংক (Zn) এর মিশ্রণে তৈরি সংকর ধাতু। পিতলের তৈরি সামগ্রী বাতাসে ফেলে রাখলে এতে সবুজ বর্ণের আস্তরণ সৃষ্টি হয়। কারণ পিতলের মূল উপাদান কপার (Cu) বাতাসের অক্সিজেনের সংস্পর্শে কিউপ্রিক অক্সাইড (CuO) গঠন করে।

      2Cu + O₂ ——–>2 CuO

কিউপ্রিক অক্সাইড এর বর্ণ সবুজ। এজন্য পিতলের সামগ্রী বাতাসে ফেলে রাখলে সবুজ বর্ণের আস্তরণ সৃষ্টি হয়।