পারমাণবিক ভর হচ্ছে একটি অনুপাত সংখ্যা। যার কারণে এর কোন একক নেই।

আধুনিক সংজ্ঞা অনুসারে পারমাণবিক ভর হচ্ছে- কোন মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাত। 

সুতরাং পারমাণবিক ভর অনুপাত সংখ্যা হাওয়াই এর কোন একক নেই।