পাতনঃ কোন তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে।
পাতন প্রক্রিয়ায় কোন তরল মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায়।
পাতন = বাষ্পীভবন + ঘনীভবন।
উদ্বায়ী পদার্থঃ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে।
যেমনঃ আয়োডিন,কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড এগুলো উদ্বায়ী পদার্থ।
Leave a comment