পল বুঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. পল বুঙ্গি ব্যালেন্স হস্তচালিত। 

কিন্তু, ডিজিটাল ব্যালেন্স হস্তচালিত নয়।

২. পল বুঙ্গি ব্যালেন্সে নমুনা পরিমাপ করার জন্য বাটখারার প্রয়োজন হয়। কিন্তু, ডিজিটাল ব্যালেন্সে নমুনা পরিমাপ করতে বাটখারার প্রয়োজন হয় না।

৩. পল বুঙ্গি ব্যালেন্সে ব্যক্তিগত ভুলের সম্ভাবনা থাকে।

কিন্তু, ডিজিটাল ব্যালেন্সে ব্যক্তিগত ভুলের সম্ভাবনা খুব কম।

৪. পল বুঙ্গি ব্যালেন্সে নমুনা পরিমাপ করতে অধিক সময়ের প্রয়োজন হয়। কিন্তু, ডিজিটাল ব্যালেন্সে নমুনা পরিমাপ করতে কম সময় লাগে।

৫. পল বুঙ্গি ব্যালেন্সে বিদ্যুতের প্রয়োজন হয় না। 

কিন্তু, ডিজিটাল ব্যালেন্স চালনা করতে বিদ্যুতের প্রয়োজন হয়।

৬. পল বুঙ্গি ব্যালেন্সে দুইটি পাল্লা থাকে।

কিন্তু, ডিজিটাল ব্যালেন্সে একটি মাত্র টপ লোডিং পাল্লা থাকে।