উনবিংশ শতকের মধ্যভাগে কলকাতায় নাচ-গানের আসরে সুকণ্ঠ গায়ক হিসেবে রূপচাদ পক্ষীর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। সংগীতরচয়িতা রূপচাঁদ শাস্ত্ররসাত্মক সংগীত এবং ব্যঙ্গ-বিদ্রুপাত্মক সংগীত সৃষ্টিতে সমান দক্ষ ছিলেন। তাঁর রচিত সমস্ত সংগীতই ‘পক্ষী বা ‘খগরাজ’ ভণিতাযুক্ত। তিনি পক্ষীর জাতিমালা নামে শখের পাঁচালি দল তৈরি করেন। সমসাময়িক ঘটনা নিয়ে তিনি গান বাঁধতেন। আগমনী-বিজয়গান, বাউলগান, দেহতত্ত্বের গান, টপ্পা গান রচনাতেও তিনি পারদর্শী ছিলেন। তার গানে বাংলা ও ইংরেজি শব্দের মিশ্রণ ঘটেছে। তার দলের সদস্যরা নানারকম পাখির স্বর অনুকরণ করে নিজ নিজ নাম গ্রহণ করতেন। তাই তাঁর দলকে পক্ষীর দল বলা হয়।
রূপচাঁদ খুবই আমােদপ্রিয় ও রসিক পুরুষ ছিলেন। পক্ষী উপাধিকারী বলে তার গাড়িটি কতকটা খাঁচার আকারের ছিল। তিনি সেই গাড়ি চড়ে শহরের ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে উপস্থিত হতেন। তিনি প্রচুর সংগীত রচনা করেছেন। গঙ্গার পােল, রেল, বিধবাবিবাহ ইত্যাদি প্রসঙ্গেও তিনি সংগীত রচনা করেছেন। বাগবাজারের শিবকৃয় মুখােপাধ্যায় এই দলের পৃষ্ঠপােষক ছিলেন। ১৮৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রূপচাঁদ জীবিত ছিলেন.
যাত্রা শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও।
আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তাঁর পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় দাও।
বাংলা গণসংগীতের সূচনা কোন্ ঐতিহাসিক সন্ধিক্ষণে? এই ধারার গীতিকার, সুরকার এবং গায়কদের সম্পর্কে লেখাে।
অথবা, বাংলা গণসংগীতের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে।
অথবা, গণসংগীত বলতে কী বােঝ? বাংলা গণসংগীতের ধারাটি আলােচনা করাে।
বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।
আট ও নয়ের দশকে বাংলা গানে যে বিবর্তন ঘটেছিল সে সম্পর্কে যা জান লেখাে।
বাংলা গানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করােযুক্তিসহ আলােচনা করাে।
বাংলা গানের মান বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রের প্রয়ােগ কতটা সফল? সহযােগী যন্ত্রীদের সম্পর্কে যা জান লেখাে।
বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম উল্লেখ করে যে-কোনাে একজন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে।
অথবা, বাংলা সংগীতের ধারায় রবীন্দ্র সংগীতের অবদান বিষয়ে আলােচনা করাে।
বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলােচনা করাে।
বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলােচনা করাে।
বাংলা গানের ধারায় গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেনের অবদান সম্পর্কে নাতিদীর্ঘ আলােচনা করাে।
Leave a comment