উর্ধ্বপাতনঃ যদি কোন কঠিন পদার্থ কে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠান্ডা করলে তা সরাসরি কঠিন এ রূপান্তরিত হয় তবে এ প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলে।
নিশাদল (NH₄Cl), ন্যাপথ্যালিন (C₁₀H₈), আয়োডিন (I₂) ও কঠিন কার্বন ডাই অক্সাইড {CO₂ (s)} এদের কে তাপ দিলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। এদের কোন তরল ভৌত অবস্থা থাকে না।
আবার এদের বাষ্প কে শীতল করলে সরাসরি কঠিন এ রূপান্তরিত হয়।
এ কারণে নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ।
কঠিন অবস্থা <——> গ্যাসীয় অবস্থা
Leave a comment