মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়।
 

যেমনঃ
 Li       Be       B         C       N       

Na      Mg      Al        Si       P       

 S        Cl

এখানে, লিথিয়াম কে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হবে সোডিয়াম। আবার Be কে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হবে Mg.
B কে প্রথম মৌল ধরলে অষ্টম মৌল হবে Al.

প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের সাদৃশ্য বিদ্যামান। যেমনঃ লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের সম্পর্ক বিদ্যমান। 

আবার B এর সঙ্গে অ্যালুমিনিয়াম (Al), কার্বনের (C) সঙ্গে সিলিকন (Si),  অক্সিজেনের(O) সঙ্গে সালফার(S) এদের ধর্মের মিল বিদ্যামান। 

এটিকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়। ঐ সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল না বলে তা এখানে অন্তর্ভুক্ত হয়নি।