নিউক্লিয়ার বিক্রিয়াঃ উচ্চগতিসম্পন্ন কোন কণা দ্বারা অন্য কোন নিউক্লিয়াসকে ভেঙ্গে অপর কোন পরমাণুর নিউক্লিয়াসে পরিণত করাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।
নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তনের কারণে ভিন্ন ধর্ম বিশিষ্ট অপর পরমানুর নিউক্লিয়াস গঠিত হয়। ফিউশন ও ফিশন বিক্রিয়া দুটি নিউক্লিয় বিক্রিয়া।
ফিউশনঃ ছোট ছোট নিউক্লিয়াস গুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহৎ আকারের নিউক্লিয়াস গঠন করাকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলে।
₉₂²³⁵U +₀¹n ——->₃₆⁹²Kr +₅₆¹⁴¹Ba +3₀¹n +E
Leave a comment