প্রশ্নঃ WED সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
অথবা, WED বলতে কি বুঝ? WED সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।
ভূমিকাঃ অনাদি অনন্তকালের মহান স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মানবসমাজ। সৃষ্টির সেই অসহায় জীবনের নানাবিধ চড়াই-উত্রাই পেরিয়ে জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে বিশ্বসমাজ একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছে। মানবসমাজের সৃষ্টিশীল এ অর্জনে পুরুষের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাজ করেছে নারী। এজন্যই হয়তবা কাজী নজরুল ইসলাম বলেছেন- ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ তাই সব সমাজেই পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম, নারীদের এই উল্লেখযোগ্য ভূমিকাতে কিছু সংগঠন/প্রতিষ্ঠান প্রত্যক্ষ/পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। যেমন: WID, ইত্যাদি।
নারী উন্নয়ন ও পরিবেশ (Women and Environment-WED):
উৎপত্তি (Origin): নারী এবং পরিবেশ নিয়ে আলোচনা শুরু হয় ১৯৭০ এর দিকে পশ্চিমা দেশগুলোতে। ১৯৭০ সালে Ecology- এর সাথে মহিলাদের সম্পর্ক বোঝাতে USA তে Eco-Faminism ধারণার প্রসার হয়। Women, Environment and sustainable Development (WED) প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ এর দিকে নারী ও পরিবেশের মধ্যে আন্তঃ সম্পর্কের উপর ভিত্তি করে যে নীতিমালার উদ্ভব হয়, তাকে সংক্ষেপে WED বলে। WED পদ্ধতি নারীকে টেকসই উন্নয়নের পথ দেখায়। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও লোকজ জ্ঞান উন্নয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থান দানের দাবি জানায়। WED ধারণা থেকেই মূলত, Eco-feminisim বা পরিবেশ নারীবাদের উদ্ভব ঘটেছে। মারিয়া মিজ, রোজি ব্রাইদিতি এবং ভারতের বান্দনা শিব এই ধারণার পথিকৃৎ।
তত্ত্বগত দিক (Theoritical Perspective): নারী উন্নয়ন ও পরিবেশ (WED) প্রত্যয়গুলো এমন ঘনিষ্ঠ যেন একটি মুদ্রার এপিঠ ওপিঠ পশ্চিমা তাত্ত্বিকরা Women and Environment এর এই ঘনিষ্ঠ সম্পর্ককে বিভিন্ন তাত্ত্বিক কাঠামো দ্বারা দেখানোর চেষ্টা করেছে। মূলতঃ তারা ৩টি তত্ত্বের কথা বলেছেন-
(1) Technocontrism
(2) Ecocontrism
(3) Ecofeminism.
মনোযোগঃ নারীরা প্রকৃতির সাথে বেশি পরিচিতি এবং কাছাকাছি। প্রকৃতির সাথে নারীদের সম্পর্ককে আরও প্রতিষ্ঠিত ও দীর্ঘস্থায়ী করার প্রয়োজন থেকেই WED গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। নারীরা যেহেতু মোট জনসংখ্যার অর্ধেক। তাই পরিবেশে পুরুষের মত নারীকে ভূমিকা পালন করার সুযোগ দেওয়ায় WED এর লক্ষ্য।
সহায়ক কর্মকৌশলঃ
(১) পরিবেশ বিপর্যয়কে প্রতিরোধ করার জন্য নারী-পুরুষ একত্রে কাজ করতে হবে।
(২) পরিবেশকে জাতির হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করা।
(৩) পরিবেশবাদী আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বের নারীদের সচেতন করার মাধ্যমে নারীবাদী আন্দোলনকে জোরদার করা।
ধারণাঃ পরিবেশ হুমকির সম্মুখীন হওয়া মানে পৃথিবী ধ্বংসের সম্মুখীন হওয়া। তাই WED এর ধারণা হচ্ছে পরিবেশকে রক্ষার জন্য নারীর সম্পৃক্ততা জরুরি।
সীমাবদ্ধতাঃ
(১) নারীরা অশিক্ষিত হওয়ায় অসচেতন। তাই তাদেরকে বের করে আনা কঠিন কাজ।
(২) অসচেতনতার কারণে নারীরা মনে করে পরিবেশকে বাঁচানো তাদের নয়। বরং পরিবেশবাদীদের দায়িত্ব।
(৩) পরিবেশের থেকে নিজের পরিবার নিয়ে নারীরা বেশি চিন্তিত। তারা পারিবারিক বা সামাজিক সংকীর্ণতা থেকে বেড়িয়ে আসতে পারে না।
অবদানঃ প্রথমত, বাঁধার সম্মুখীন হলেও এখন WED অনেক বেগবান। বিশ্বের অধিকাংশ দেশেই পরিবেশবাদী আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীদেরকে দেখা যাচ্ছে যা WED এর ভূমিকার অবদান।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, নারী উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যেWED অন্যতম গুরুত্বপূর্ণ। WED সমাজের প্রতিটি বিষয়কে দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনা করে। উন্নয়ন একটি জটিল প্রক্রিয়া হলেও নারী উন্নয়নকে বিচ্ছিন্ন মনে করা হয় না WED পদ্ধতিতে। বরং উন্নয়নের ক্ষেত্র থেকে নারী পুরুষ নির্বিশেষে কে লাভবান হচ্ছে বা নারী পুরুষের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হচ্ছে কিনা তা পরীক্ষা করা WED নীতি। তাই WED একটি সর্বজনীন বিষয়।
Leave a comment