নাইট্রোজেন পেন্টা-অক্সাইডের (N₂O₅) প্রস্তুতি ও গঠন।   

প্রস্তুতিঃ নাইট্রিক এসিডকে (HNO₃) ফসফরাস পেন্টা-অক্সাইডসহ (P₂O₅) উত্তপ্ত করলে নাইট্রোজেন পেন্টা-অক্সাইড (N₂O₅) উৎপন্ন হয়।

2HNO₃ + P₂O₅ —-> N₂O₅ + 2HPO₃