প্রশ্নঃ দস্যুতা ও ডাকাতি করার সময় যদি একজন খুনের অপরাধ করে তাহলে যে সকল ব্যক্তি দস্যুতা বা ডাকাতি কার্যে লিপ্ত থাকবে তাদের কি অপরাধ হবে?
Define and distinguish between Robbery and Dacoity. What is the liability of persons committing Robbery and Dacoity when one of them commits murder during the commission of that offense?
দস্যুতাঃ দণ্ডবিধির ৩৯০ ধারায় দস্যুতার সংজ্ঞা দেয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, সকল প্রকার দস্যুতায় হয় চুরি কিংবা বলপূর্বক গ্রহণ জড়িত আছে।
যদি চুরি করার উদ্দেশ্যে বা চুরি করার ফলে কিংবা চুরির সাহায্যে প্রাপ্ত সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে অপরাধকারী তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু ঘটায় বা তাকে আঘাত করে বা তাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ নেয় কিংবা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ নেয়, তাহলে উক্ত চুরি দস্যুতা বলে গণ্য হবে।
যদি বলপূর্বক গ্রহণকালে অপরাধকারী ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত থাকে এবং ঐ ব্যক্তি অপর কোন ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরোধের ভীতি প্রদর্শন করে বলপূর্বক গৃহীত বস্তু সমপর্ণ করতে বাধ্য করে তাহলে বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে।
এই ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে, অপরাধকারী অপর ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরোধের জন্য যথেষ্ট নিকটবর্তী হলে সে উপস্থিত রয়েছে বলে গণ্য হবে।
উদাহরণঃ
১. ক, খ এর হাত ধরে এবং সঙ্গোপনে তার পকেট হতে টাকার ব্যাগটি খ এর সম্মতি ব্যতিরেকে উঠায়ে নেয়। এক্ষেত্রে ক চুরির অপরাধ করে এবং সেই অপরাধ করতে গিয়ে যেহেতু স্বেচ্ছায় তার হাত ধরে আটকিয়ে রাখে সেহেতু এর সাথে দস্যুতাও করে।
২. ক, খ কে রাস্তায় দেখে তার সামনে পিস্তল উচায়ে টাকা দাবী করে। খ এতে ভীত হয়ে তার টাকার ব্যাগটি ক এর হাতে তুলে দেয়। এক্ষেত্রে ক খ এর নিকট হতে তাৎক্ষণিক আঘাতের ভয় দেখায়ে বলপূর্বক টাকার ব্যাগটি নিয়েছে, এই অপরাধের সাথে সে দস্যুতীও করেছে।
ডাকাতিঃ দণ্ডবিধির ৩৯১ ধারায় ডাকাতি সম্পর্কে বলা হয়েছে যে, যেক্ষেত্রে পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে কোন দস্যুতা সংঘটিত করে বা করার উদ্যোগ নেয় কিংবা যেক্ষেত্রে মিলিতভাবে দস্যুতাকারী বা দস্যুতার উদ্যোগকারী ব্যক্তিগণের এবং উপস্থিত ও অনুরূপ দস্যুতা অনুষ্ঠানে বা এর উদ্যোগে সাহায্যকারী ব্যক্তিগণের মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয় সেক্ষেত্রে অনুরূপ অনুষ্ঠানকারী, উদ্যোগকারী বা সাহায্যকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করে বলে গণ্য হবে।
দস্যুতা বা ডাকাতির সময় কোন একজনের খুনের জন্য অন্যদের পরিণতিঃ দস্যুতা বা ডাকাতির সময় তাদের দলের মধ্যে যদি একজন খুনের অপরাধ করে তাহলে দলের সকলেই ৩৯৬ ধারার বিধান অনুসারে দায়ী হবে। এ ধারা অনুসারে প্রত্যেকের অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে এ অভিযোগ প্রতিষ্ঠিত করতে হলে নিম্নোক্ত উপাদানগুলি অবশ্যই থাকতে হবেঃ-
ক. অভিযুক্ত ব্যক্তিগণ সকলেই দস্যুতা বা ডাকাতির কার্যে লিপ্ত ছিল,
খ. সেই দলের একজন খুন করেছিল, এবং
গ. দস্যুতা বা ডাকাতি সংঘটনের সময় এ খুন করা হয়েছিল।
Leave a comment