প্রশ্নঃ দর্শনের সাথে সহজ বুদ্ধির সম্পর্ক তুলে ধর।

অথবা, দর্শনের সাথে সহজ বুদ্ধি বা লৌকিক জ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর

ভূমিকাঃ একজন চিন্তাশীল মানুষের জন্য এই জগৎ বিচিত্র রহস্যের হাতছানি। জগতের যাবতীয় বস্তু নিচয়ের জন্ম-মৃত্যু-উৎপত্তি-বিলয় ও বিকাশের প্রক্রিয়া তাকে মুগ্ধ করে। এসবের একটি সামগ্রিক ব্যাখ্যা সে দাঁড় করাতে চায় নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার সাহায্যে। এই মানবিক প্রচেষ্টার নামই দর্শন। তাই বিস্ময়বােধ ও কৌতূহলের তাগিদেই মানুষ অবলীলাক্রমে চালিত হয়। অজানাকে জানার, জগত সংসার ও মানবজীবনের বিবিধ রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে কৌতূহলি মানুষ তার শতসীমার দূতকে উপেক্ষা করে ব্রতী হয় জ্ঞানানুশীলন ও সত্যানুসন্ধানের দুঃসাধ্য কাজে।

দর্শনের সাথে সহজ বুদ্ধির বা লৌকিক জ্ঞানের সম্পর্কঃ নিম্নে দর্শনের সাথে সহজ বুদ্ধির সম্পর্কগুলাে তুলে ধরা হলাে-

দর্শনের স্বরূপঃ জগৎ ভাবনা ও জীবনের অর্থানুসন্ধান কেবল মুষ্টিমের পণ্ডিত, গবেষক বা ভাবুক দার্শনিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষ মাত্রই এ নিয়ে অল্প-বিস্তর কৌতূহলবােধ করে। জীবনের উৎপত্তি, প্রকৃতি ও পরিণতি নিয়ে সবাই কম-বেশি ভাবে। তবে দার্শনিক ও সাধারণ মধ্যে পার্থক্য শুধু এখানে যে, কোনাে প্রশ্নের উত্তরানুসন্ধানে দার্শনিকরা যে সুশৃঙ্খল-প্রণালিবদ্ধ পথ অনুসরণ করেন, যুক্তি বিচারের মাধ্যমে উত্থাপিত প্রশ্নের সদুত্তর আবিষ্কারে তারা যেভাবে ব্রতী হন, সাধারণ মানুষ তেমনটি করে না। দার্শনিকের প্রধান অবলম্বন যৌক্তিক বিচার-বিশ্লেষণ, পক্ষান্তরে সাধারণ মানষের আশ্রয়স্থল সরল বিশ্বাস, গতানুগতিক সংস্কার, সামাজিক রীতিনীতি ও ধর্মীয় আচার-অনুশাসন।

লৌকিক জ্ঞানের স্বরূপঃ সাধারণত কাণ্ডজ্ঞান বলতে বােঝায় মানুষের ইন্দ্রিয় শক্তির প্রখরতা বা সহজাত মেধাশক্তিকে। সাধারণ জ্ঞানকে বলা হয় কাণ্ডজ্ঞান। এ অর্থে আনুষ্ঠানিকভাবে শিক্ষিত না হয়েও একজন প্রবল সাধারণ জ্ঞানের অধিকারী হতে পারেন। আবার আমরা এমনও অনেক ধারণা পােষণ করে থাকি। তা ছাড়া অনেক বিশ্বাসও লালন করে থাকি যেগুলাের ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তােলা হয় না। এগুলােকে আমরা গ্রহণ করি সরল বিশ্বাসে এবং মেনে নেই নির্বিবাদে। এভাবে একটি জনগােষ্ঠীর যেসব ধারণা ও বিশ্বাস বিনা বিচারে ব্যাপকভাবে গৃহীত হয়ে থাকে সেগুলাের সমষ্টিকে বলা হয় সাধারণ জ্ঞান বা কাণ্ডজ্ঞান।

(১) ব্যাপকতার ক্ষেত্রেঃ দর্শনের পরিধি অত্যন্ত ব্যাপক। জ্ঞানের এমন কোনাে শাখা নেই যা দর্শনের আলােচনার আওতাভুক্ত নয়। লৌকিক জ্ঞান ও জাগতিক বিষয়গুলােকে নিয়ে দর্শন সার্বিকভাবে কাজ করে। কাজেই পরিধিগত দিক দিয়েও উভয়ের মধ্যে সাদৃশ্য হয়েছে।

(২) বিষয়বস্তুগত দিকঃ বিষয়বস্তুগত দিক বিবেচনা করলে দেখা যায় দর্শন ও লৌকিক জ্ঞান উভয়ই জীবন ও জগতের রহস্য উদ্ঘাটন করে চরম সত্যকে আবিষ্কার করতে চায়।

(৩) উদ্দেশ্যগত দিকঃ দর্শন ও লৌকিক জ্ঞান উভয়েরই উদ্দেশ্য হলাে জীবন ও জগতের রহস্য উদঘাটন করা।

(৪) মানবতা রক্ষা সংক্রান্ত কাজঃ দার্শনিক চিন্তাধারার লক্ষ্য হলাে মানবকল্যাণ। দর্শন যুক্তিভিত্তিক উপায়ে মানব কল্যাণে নিয়ােজিত। দর্শনও লৌকিক জ্ঞানের দ্বারা দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করে থাকে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সাধারণ জ্ঞান হলাে অস্পষ্ট এবং অগােছালাে। কিন্তু বিজ্ঞান সেই জ্ঞানকেই করে স্পষ্ট এবং সংবদ্ধ। এদিক থেকে বিজ্ঞান সাধারণ জ্ঞানের পরবর্তী উচ্চতর পর্যায়। বিজ্ঞান মাত্রই প্রকৃতির একটি বিশেষ বিভাগের সুশৃঙ্খল জ্ঞান। জগৎ ও জীবনের সর্বাত্মক ও সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান পাওয়া যায় কেবল দর্শনে। সুতরাং বুঝা যায়, দর্শনই হচ্ছে সব মৌলিক সমস্যা সমাধানের প্রধান নিদের্শক।