বিষয়ঃ দেশ, কাল এবং জড়ের ধারণা
Concept of space, Time and matter
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। জড়বাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Materialism.

২। ‘কে জড়কে অনির্বচনীয় শূন্য’ বলে অভিহিত করেছেন?
উত্তরঃ গ্রিক দার্শনিক প্লেটো।

৩। আধুনিক দর্শনে বুদ্ধিবাদের জনক কে?
উত্তরঃ দার্শনিক ডেকার্ট।

৪। “বায়ু নয়, আগুনই জাগতিক বস্তুর মূল উপাদান।” – কার মতবাদ?
উত্তরঃ হিরাক্লিটাস-এর মতবাদ।

৫। ভাববাদের সম্পূর্ণ বিপরীত মতবাদ কী?
উত্তরঃ জড়বাদ।।

৬। কার মতে জড় মন কতকগুলাে ধারণার সমষ্টিমাত্র?
উত্তরঃ দার্শনিক বার্কলির মতে।

৭। প্রফেসর আলেকজান্ডার-এর মতে জগতের আদিম উপাদান কী?
উত্তরঃ দেশ-কাল।

৮। বৃহত্তর অর্থে দেশ বলতে কী বুঝায়?
উত্তরঃ বৃহত্তর অর্থে দেশ বলতে বুঝায়, যেখানে বস্তুসমূহ সহাবস্থান করে।

৯। বিস্তৃতি ছাড়া জড়বস্তু কী?
উত্তরঃ অস্তিত্বহীন।

১০। ‘প্রত্যক্ষগত দেশ’ কী?
উত্তরঃ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে দৈশিক সম্পর্কগুলাে প্রত্যক্ষ করি, তাকেই বলা হয় ‘প্রত্যক্ষগত দেশ’।

১১। ‘প্রত্যক্ষগত কাল’ কী?
উত্তরঃ আমাদের ভিতর ও বাইরের যেসব পরিবর্তন আমরা প্রত্যক্ষ করি, তাকে প্রত্যক্ষগত কাল বলে।

১২। দেশ এর মাত্রা কয়টি ও কী কী?
উত্তরঃ দেশ এর মাত্রা তিনটি। যথা- ১. দৈর্ঘ্য ২. প্রস্থ ৩. গভীরতা।

১৩। কে দেশ ও কালকে মনের পূর্বসিদ্ধ আকার বলেছেন?
উত্তরঃ দার্শনিক কান্ট।

১৪। এরিস্টটল অধিবিদ্যার ওপর তার লেখাগুলাের কী নাম দিয়েছিল?
উত্তরঃ মুখ্য দর্শন।

১৫। জড়বাদের মূল বক্তব্য কী?
উত্তরঃ জড়বাদের মূল বক্তব্য হচ্ছে জগতের যাবতীয় বস্তুরই মূল উপাদান পরমাণু ও তার গতি।

১৬। দ্বান্দ্বিক জড়বাদের মূলনীতি কয়টি?
উত্তরঃ দ্বান্দ্বিক জড়বাদের মূলনীতি তিনটি।

১৭। জড়বাদের প্রথম সাক্ষাত মেলে কোন মতবাদে?
উত্তরঃ থেলিসের মতবাদে।

১৮। জীবদেহে যে.দুই বিপরীত শক্তি কাজ করে সেগুলাে কী কী?
উত্তরঃ এ দুই শক্তির নাম আত্মীকরণ ও বিআত্মীকরণ।

১৯। জড়বাদ কী?
উত্তরঃ জড়বাদ জড়কেই বিশ্বের পরম সত্তা মনে। এ বিশ্বের সবকিছুই জড় থেকে উদ্ভূত বলে মনে করে।

২০। দর্শনের প্রথম জড়বাদী দার্শনিক কে?
উত্তরঃ গ্রীক দার্শনিক থেলিস?

২১। থেলিস কী ধরনের দার্শনিক ছিলেন?
উত্তরঃ সজীব জড়বাদী দার্শনিক।

২২। দুইজন জড়বাদী দার্শনিকের নাম লিখ।
উত্তরঃ (১) থেলিস (২) ডেমােক্রিটাস।

২৩। এনাক্সিমেন্ডারের মতে জগতের আদি বা মূল উপাদান কী?
উত্তরঃ সীমাহীন (Boundless)।

২৪। হিরাকিলটাসের মতে জগতের মূল উপাদান কী?
উত্তরঃ অগ্নি ।

২৫। প্রাচীন যুগের জড়বাদী দার্শনিক কারা?
উত্তরঃ থেলিস, অ্যানাক্সিমেল্ডার, অ্যানাক্সিমিনিস, হিরাক্লিটাস, ডেমােক্রিটাস, প্লেটো, এরিস্টটল প্রমুখ।

২৬। কোন গ্রিক দার্শনিককে পরমাণুবাদী বলা হতো?
উত্তরঃ ডেমােক্রিটাস।

২৭। সচল জড়বাদী কারা?
উত্তরঃ গ্যালিলিও, নিউটন, ফ্যারাডে, রাদারফোর্ড, বাের প্রমুখ।

২৮। জড়বাদ অনুসারে জগতের উৎপত্তি হয় কীভাবে?
উত্তরঃ জড় বা পরমাণুর আকর্ষণ-বিকর্ষণের ফলে।

২৯। জড়বাদ অনুসারে প্রাণের উৎপত্তি কী থেকে?
উত্তরঃ জড় থেকে।

৩০। দ্বান্দ্বিক জড়বাদ অনুসারে বস্তু কী প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে?
উত্তরঃ দ্বান্দ্বিক প্রক্রিয়ায়।

৩১। প্রাণের প্রকৃতি সম্পর্কে কয়টি মতবাদ ও কী কী?
উত্তর।। তিনটি মতবাদ। যন্ত্রবাদ, প্রাণবাদ ও ভাববাদ।

৩২। দেশ ও কাল-এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Space and ame

৩৩। কাল কত প্রকার ও কী কী?
উত্তরঃ কাল দুই প্রকার। যথাঃ (ক) প্রত্যক্ষগত কাল ও (খ) ধারণাগত কাল।

৩৪। “দেশ ও কাল প্রত্যক্ষণের পূর্বতসিদ্ধ আকার।”- কে বলেছেন?
উত্তরঃ ইমানুয়েল কান্ট।

৫। দেশের সরলতম উপাদান কী?
উত্তরঃ বিন্দু।

৩৬। দেশ কীসের আধার?
উত্তরঃ বস্তুর।

৩৭। কালের গতি কোন দিকে?
উত্তরঃ সামনের দিকে।