যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হয় সে সকল রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণে তাপ শক্তির পরিবর্তন উল্লেখ করে নতুন যে সমীকরণ পাওয়া যায় সে সকল বিক্রিয়ার সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে।
যেমনঃ
N₂ + 3H₂ <——> 2NH₃ ;
ΔH = -92kj
এটি একটি তাপ রাসায়নিক সমীকরণ।
Leave a comment