পশ্চিমের মালভূমি অঞ্চলটি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গায়িত সমভূমিতে পরিণত হয়েছে। এই তরঙ্গায়িত সমভূমির মাঝে মাঝে যে অবশিষ্ট টিলা বা ঢিবি বা নোল দেখতে পাওয়া যায় সেগুলিকেই ডুরিং বলে। এগুলি প্রকৃতপক্ষে মোনাডনক।
পশ্চিমের মালভূমি অঞ্চলে অবস্থিত ডুরিংগুলি হল- • অযোধ্যা পাহাড়, মাকেনালী, বাঘমুণ্ডি, চমটু, • পরশা, ডালডুংরিং, গুরমা, ভাণ্ডারা, শুশুনিয়া পাহাড়, মামাভাগ্নে পাহাড়, বিহারীনাথ প্রভৃতি।
Leave a comment