জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।

তারিখ : ৩রা নভেম্বর ২০২৩

বরাবর
প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা।
মাধ্যম : শ্রেণিশিক্ষক।

বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।

মহােদয়,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই আমার বেতন পরিশােধ করে থাকি। কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশােধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। আমি আজ বেতন পরিশােধ করতে চাই। কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর।

অতএব, বিনীত আবেদন এই যে, সহৃদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশােধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
ফয়সাল আহমেদ সুমন।
শ্রেণি : সপ্তম
রােল নম্বর : ৯

স্কুলে জরিমানা মওকুফ এর জন্য আবেদনপত্র বিদ্যালয়ে শিক্ষককে

আমরা সবাই জানি ছাত্রজীবনে আবেদনপত্র/দরখাস্ত লেখার গুরুত্ব অপরিসীম। স্কুলে জরিমানা মওকুফ এর জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখতে হয় মাঝেমধ্যেই? আর এজন্যই তো আমরা অনেকে অনলাইনে দরখাস্ত এর বিভিন্ন ফরম্যাট বিষয়ে ধারনা পেতে চেষ্টা করেন। আজকের এই পোষ্টটি তাদের জন্যই উপস্থাপন করলাম, আর আপনি এমন আরও অনেক দরখাস্তের ফরম্যাট পেতে আমাদের গুগল নিউজ ফলো করতে পারেন।

স্কুলে জরিমানা মওকুফ এর জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম?

  • তারিখটি প্রথমে পৃষ্ঠার উপরের বাম দিকে লিখতে হবে। (উদাহরণস্বরূপ, তারিখ: ০৬-০২-২০..)
  • তারিখের সাথে, নীচে প্রাপকের নাম/পদবী লিখুন। (যেমন, আবেদনপত্র লেখা ব্যক্তির নাম/পদবী)
  • তারপর প্রাপক বা প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা টাইপ করুন।
  • পরবর্তী, সংক্ষেপে অ্যাপ্লিকেশনের মূল বিষয়বস্তু।
  • পরবর্তী, আপনাকে অবশ্যই একটি ব্যাখ্যা সহ অনুরোধের কারণগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এখানে আপনি মূল বিষয়বস্তু উল্লেখ করবেন।
  • সম্পূর্ণ বিবরণের শেষে, নীচে “বিনীত নিবেদক” শব্দগুলি লিখুন এবং স্পষ্টভাবে আপনার নাম এবং ঠিকানা লিখুন।
  • আবেদনটি অবশ্যই একটি খামে ঢুকিয়ে প্রাপকের কাছে পাঠাতে হবে।

বাংলা স্কুলে জরিমানা মওকুফ এর জন্য আবেদনপত্র লেখার নিয়ম

  • আবেদনপত্র/দরখাস্ত সর্বদা এক পৃষ্ঠায় লিখতে হবে।
  • আবেদনপত্র/দরখাস্ত লেখার পাতায় কোন মার্জিন দেয়া যাবে না। (এটি আবেদনপত্র/দরখাস্তের সৌন্দর্য নষ্ট করে)।
  • আবেদনপত্র/দরখাস্তের উপর কোন কাঁটাছেড়া লেখা থাকা উচিত নয়।
  • বানানের প্রতি বিশেষ মনোযোগ দিন। বানান অবশ্যই ভুল করবেন না।
  • অনুগ্রহ করে দরখাস্ত/আবেদনে অপ্রয়োজনীয় শব্দ লিখবেন না। মূল সমস্যাটি সংক্ষিপ্ত করার চেষ্টা করুন।
  • স্পষ্ট ও সহজ ভাষায় দরখাস্ত/আবেদনপত্র লিখুন, যাতে যে কেউ সহজেই পড়তে পারে। কারণ এই ধরনের পত্রে অগোছালো লেখাকে প্রাধান্য কম দেয়া হয়।

স্কুলে জরিমানা মওকুফ এর জন্য আবেদন

০৬/০৭/২০..

বরাবর,

মাননীয় প্রধান শিক্ষক

আপনার বিদ্যালয়ের নাম লিখুন।

থানার নাম, জেলার নাম।

বিষয়:- জরিমানা মওকুফের জন্য বিনীত আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের (আপনি কোন ক্লাসে পড়েন তা লিখুন) শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। গত (কয় মাস ও  আপনার সমস্যার কারন বিস্তারিত গুছিয়ে লিখুন) কারণে আমার মাসিক বেতন এবং পরিক্ষার ফিস সময়মতো জমা দিতে পারিনি। তাই স্কুল থেকে আমার বেতন এবং পরিক্ষার ফিসের উপর জরিমানা ধার্য করা হয়েছে। পূর্বের বেতন, পরিক্ষার ফিস এবং জরিমানা বাবদ যে টাকা ধরা হয়েছে তা পরিশোধ করা আমাদের মতো নিন্মবিত্ত পরিবারের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার।

অতএব, মহোদয়ের কাছে বিনীত আকুল আবেদন এই যে, আমাদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে জরিমানা মওকুফ করে শুধু বেতনের টাকা দেওয়ার অনুমতি প্রদান করতে মহোদয়ের মর্জি হউক।

বিনীত নিবেদক,

(আপনার নাম লিখুন)

(আপনার শ্রেণী লিখুন)

রোল – ….

আপনার সমস্যার উপর নির্ভর করে, আপনি উপরের উদাহরণটি দেখে প্রধান শিক্ষককে একটি অনুরোধ পত্র লিখতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের আবেদন ফর্মটি হুবহু কপি করে নেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। এই কারণে, এখানে নমুনা পত্রের মাধ্যমে প্রধান শিক্ষককে আপনার নিজের অনুরোধ পত্র লিখুন।

জরিমানা মওকুফের জন্য আবেদন (বাংলায় ও ইংরেজিতে)

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।

তারিখ: ১২ জানুয়ারি ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক মেইনআইটিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।

মাধ্যম: শ্রেণিশিক্ষক।

বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।

স্যার,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের

নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি সাধারণত প্রতি মাসের ১০ তারিখ এর মধ্যে আমার বেতন পরিশোধ করে থাকি। কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় ১০ তারিখ এর মধ্যে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা করা হয়েছে।আজ আমি বেতন পরিশোধ করতে চাই। কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া খুবই কষ্টকর।

অতএব,মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, সহৃদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্ৰী

তহমিনা খাতুন।

শ্রেণি: নবম।

রোল নম্বর: ০২

জরিমানা মওকুফের জন্য আবেদন in english

12 January 2024

The principal

Government Dhaka  School and college,Dhaka.

Subject: Application for remission of delay fine.

Dear Sir,

It is my humble submission that I belong to your school

A regular student of class X. I usually pay my salary by 12th of every month. But this month my father delayed sending the money so I could not pay the salary by 12th due to which I have been fined. Today I want to pay the salary. But it is very difficult for me to pay fine.

Therefore, it is my humble request to you that kindly consider waiving the penalty and allowing me to pay my salary.

the applicant

Your devoted student

Abir khan

Class: X

Roll No: 01

কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

তারিখঃ ১৪ আগস্ট ২০২৪

বরাবর,

অধ্যক্ষ

সরকারি পাহাড়পুর পাইলট স্কুল এন্ড কলেজ, বাসবাড়ি, সিলেট

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার এর একজন নিয়মিত ছাত্র। আমি শারীরিক অসুস্থতার কারণে গত ১৯ মে থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কলেজে উপস্থিত হতে পারেনি। কলেজ কর্তৃপক্ষ হতে আমার গত ০৭ দিনে ১৩০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আমার পিতা একজন কৃষক। আমরা ছয় ভাই ও দুই বোন সকলেই এখনো পড়াশোনা রত অবস্থায় রয়েছি। আমার পিতা একমাত্র উপার্জনকারী যিনি আমাদের পড়াশোনাসহ সকল খরচ বহন করেন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার গত ০৭ দিনের জরিমানা মওকুফ করে দেয়ার জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার নিয়মিত অনুগত ছাত্ৰ

মোঃ মেহে

শ্রেণীঃ ইন্টার সেকেন্ড ইয়ার

রোল নং- ০৭

অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

এবার নিচে দেখবেন, স্কুলে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন, নিচের নিয়ম অনুযায়ী করতে পারেন।

তারিখঃ ২৬ মার্চ ২০২৪

বরাবর,

প্রধান শিক্ষক

হাজী মোঃ মহিউদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,টুঙ্গিপাড়া ।

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি আমার বড় ভাইয়ের বিয়ের কারণে গত ০১ আগস্ট থেকে ০৫ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।আমার বাবা একজন বাদাম বিক্রেতা। আমরা চার ভাই ও চার বোন এখনো পর্যন্ত ছয় ভাইবোন পড়াশুনারত অবস্থায় রয়েছি। আমাদের সকল খরচ বহনকারী আমাদের বাবা। আমার পিতা কোনভাবেই বিদ্যালয়ের জরিমানা বহন করতে সক্ষম নন।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অনুপস্থিত কালীন সময়ে স্কুল কর্তৃপক্ষ থেকে যে জরিমানা করা হয়েছে সেটি মওকুফের জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র

জান্নাতুল ফেরদাউস

রোল নং-০৫

শ্ৰেণী: নবম

শাখাঃ বিজ্ঞান শিক্ষা

FAQ

কী কী কারণে জরিমানা মওকুফের আবেদন করা যায়?

  • অসুস্থতার কারণে
  • বড় ভাইবোন ও ছোট ভাইবোন বিবাহের জন্য
  • পরিবারের বাবা উপস্থিত না থাকার কারণে
  • পরিবারের বিভিন্ন সমস্যার কারণে

কতো ধরণের জরিমানা মওকুফের আবেদন করা যায়?

  • স্কুল/বিদ্যালয়
  • কলেজ

সর্বশেষ

আজকের পোস্টে আপনারা জানতে পারলেন, জরিমানা মওকুফের আবেদন,কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন,জরিমানা মওকুফের জন্য আবেদন in english,কিভাবে করবেন তার নমুনা।