অথবা, সামাজিক জরিপ পদ্ধতির সংজ্ঞা দাও।
ভূমিকাঃ সামাজিক ঘটনাবলি বিশ্লেষণ ও ব্যাখ্যার জন্য গবেষকরা এই পদ্ধতিটি বেশ গুরুত্বের সাথে ব্যবহার করে থাকেন। বৃহত্তর গবেষণার ক্ষেত্রে জরিপ পদ্ধতির কোনাে বিকল্প নেই। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নপত্র কৌশল ব্যবহার করা হয়ে থাকে। উন্নয়নশীল দেশগুলােতে জরিপ পদ্ধতির প্রয়ােগের জন্য বিভিন্ন রকমের প্রতিষ্ঠানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জাতীয় পর্যায়ের সমস্যা নির্ণয় ও সমাধানের জন্য জরিপ প্রত্যেক দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
সামাজিক জরিপের সংজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক জরিপের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো-
P.V. Young বলেন, “A survey of a community has been defined as the scientific study of its condition and needs for the purpose of presenting a constructive program of social advance” (সামাজিক অগ্রগতির জন্য গঠনমূলক কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে সামাজিক অবস্থা ও চাহিদার ওপর বৈজ্ঞানিক উপায়ে সম্পন্ন অনুসন্ধানকে সামাজিক জরিপ বলে।)
আধুনিককালে সামাজিক জরিপকে, ব্যাপকার্থে ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে বিদ্যাধর অগ্নিহোত্রী বলেন, “Social survey is broadly defined as comprehensive fact finding into numerous aspects of problems concerning social behaviour and social organizations” (ব্যাপকভাবে সামাজিক জরিপ হলাে সামাজিক আচরণ ও সামাজিক সংগঠন সংশ্লিষ্ট সমস্যার নানাবিধ দিক নিয়ে সর্বাত্মক ঘটনা অনুষ্ঠান।)
অন্যদিকে Louise H. Kidder এবং Charh M. Judd বলেন, “Research that uses such pre-experimental designs to gather data about the distribution of variables and the relationships among variables is known as survey research” (যে গবেষণায় চলকসমূহের সম্পর্ক এবং চলকের বিন্যাস সম্পর্কিত অনুরূপ প্রাক-পরীক্ষণমূলক নকশা ব্যবহার করা হয়, তাকে জরিপ গবেষণা বলে ধরা হয়।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান হিসেবে অন্যান্য বিজ্ঞানের ন্যায় উপর্যন্ত পদ্ধতির মাধ্যমে গবেষণা পরিচালনা করে থাকে। বাংলাদেশের সমাজ গ্রামভিত্তিক। তাই এ দেশের সমাজ গবেষণায় প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতিই সবচেয়ে বেশি উপযােগী। অবশ্য গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য ও এলাকার ওপরও পদ্ধতি নির্ভর করে। আবার একই গবেষণায় একাধিক পদ্ধতিও প্রয়ােগ করা হয়।
Leave a comment